নয়াদিল্লি: কিষাণ সভা, সর্বভারতীয় কৃষি শ্রমিক ইউনিয়ন ও সিটু-র ডাকে আজ কৃষক ও শ্রমিকদের সংসদ অভিযান। পার্লামেন্ট স্ট্রিট থেকে যন্তরমন্তর পর্যন্ত যাবে মিছিল। নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছেন কয়েক হাজার কৃষক ও শ্রমিক। শ্রম আইনের উপযুক্ত রূপায়ণ, ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করা, কর্মসংস্থান বৃদ্ধি, এক কোটি অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের স্বীকৃতি সহ ১৫ দফা দাবিতে হবে এই মিছিল।
কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেছেন, ‘সরকারের নীতি কৃষক, কৃষির সঙ্গে যুক্ত কর্মী ও শ্রমিকদের স্বার্থ-বিরোধী। এই সরকারের নীতি শিল্পপতিদের স্বার্থের পক্ষে, মানুষের জন্য নয়। এই প্রথম আমরা যৌথভাবে আমাদের সবার শত্রুর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দাবি, সরকারের নীতি বদল করতে হবে।’ সিটু-র সাধারণ সম্পাদক তপন সেন জানিয়েছেন, অনেক শ্রমিক, কর্মী ও শিক্ষকদের সংগঠন এই মিছিলকে সমর্থন জানিয়েছে। সংসদে মিছিল পৌঁছনোর পর পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করা হবে।
১৫ দফা দাবিতে বাম কৃষক, শ্রমিক সংগঠনগুলির ডাকে আজ সংসদ অভিযান
Web Desk, ABP Ananda
Updated at:
05 Sep 2018 12:52 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -