জম্মু ও কাশ্মীরের উরিতে ৯ বছরের মেয়েকে গণধর্ষণ, নৃশংস অত্যাচার চালিয়ে খুন, গ্রেফতার সৎ মা ও দাদা সহ ৫
Web Desk, ABP Ananda | 05 Sep 2018 11:28 AM (IST)
উরি: জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় এক শিশুর গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উরিতে নৃশংস অত্যাচারের শিকার হল আরও একটি শিশু। গণধর্ষণের পর পাশবিক অত্যাচার চালিয়ে খুন করা ৯ বছরের মেয়েটিকে। এই ঘটনায় শিশুটির সৎ মা, সৎ দাদা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বারামুলা জেলার এসএসপি ইমতিয়াজ হুসেইন জানিয়েছেন, ‘মেয়েটির চোখ উপড়ে নেওয়া হয়। তার শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দেওয়া হয়। আমরা বুঝতে পেরেছিলাম, নির্যাতিতার পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। সেই কারণে কয়েকজনকে থানায় ডেকে জেরা করা হয়। এরপরপ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দুই নাবালকও আছে। ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই মেয়েটির উপর এই ধরনের অত্যাচার চালানো হয়েছে বলে মনে হয়। খুনে ব্যবহৃত অস্ত্র ও অ্যাসিড যে প্লাস্টিকের ব্যাগে করে আনা হয়েছিল, সেগুলি উদ্ধার করা হয়েছে।’