কুয়ালালামপুর: অনলাইনে খাবার অর্ডার দিয়েছিলেন এক ঠিকানায় আর ছিলেন অন্য জায়গায়। খাবার অর্ডার দেওয়ার সময় ঠিকানার বিষয়টি মাথায় ছিল না। কিন্তু তা সত্ত্বেও ডেলিভারি বয়ের সৌজন্যে খাবার পেয়ে গেলেন মালয়েশিয়ার এক মহিলা। অতিরিক্ত পথ পাড়ি দিয়ে তাঁর কাছে খাবার পৌঁছে দেন সংশ্লিষ্ট ফুড ডেলিভারি বয়। তাঁর সৌজন্যে মুগ্ধ হয়ে লিঙ্কডইনে এই ঘটনার কথা লেখেন বিজয়া কাশীনাথন নামে ওই মহিলা।


বিজয়া জানিয়েছেন, তিনি একটি ফুড ডেলিভারি সংস্থা থেকে অনলাইনে খাবারের অর্ডার দেন। পরে তাঁর মনে পড়ে, অফিসের ঠিকানায় অর্ডার দিয়েছেন। কিন্তু সেই সময় তিনি অফিসে ছিলেন না। তখন তিনি বাড়িতে ছিলেন। কিন্তু তখন আর কিছু করার ছিল না। কোনও উপায় না দেখে আজরুল নামের ওই ডেলিভারি বয়কে ফোন করেন বিজয়া। তিনি বলেন, অফিসের ঠিকানায় খাবার পৌঁছে দিতে হবে না। আজরুল যেন ওই খাবার নিজের কাছে রেখে দেন। কিন্তু আজরুল বলেন, রাতে খাবার জন্য যেহেতু বিজয়ার কাছে কিছু নেই, তাই তিনি অতিরিক্ত অর্থ না নিয়েই বাড়িতে খাবার পৌঁছে দেবেন। আজরুল খাবার পৌঁছে দেওয়ার পর তাঁর সৌজন্যে মুগ্ধ হয়ে একটি খামে করে আর্থিক উপহার দেন বিজয়া।


চমকের এখানেই শেষ নয়। বিজয়ার কাছ থেকে খামটি নেওয়ার সময় তার ভিতরে কী আছে দেখেননি আজরুল। একটি পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি ভরার সময় তিনি খাম খুলে দেখতে পান, সেটির মধ্যে অর্থ রয়েছে। সেই খাম ফেরত দিতে বিজয়ার বাড়িতে পৌঁছে যান আজরুল। তিনি বলেন, এত অর্থ তাঁর প্রয়োজন নেই। তখন বিজয়া বলেন, এই সৌজন্য অমূল্য। তাই তিনি এই অর্থ উপহার দিচ্ছেন। আজরুল যেন এই অর্থ দিয়ে নিজের পছন্দমতো কিছু কিনে নেন। সে কথা শুনে বিজয়ার সঙ্গে ছবি তোলার ইচ্ছাপ্রকাশ করেন আজরুল।


বিজয়ার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অসংখ্য মানুষ এই পোস্ট শেয়ার করেছেন। সকলেই এই বিরল সৌজন্যে মুগ্ধ।