নয়াদিল্লি: ফরাসি যুদ্ধবিমান রাফাল ক্রয় চুক্তি এবারের লোকসভা ভোটে বিরোধীদের প্রচারের অন্যতম ইস্যু। আর ছত্তিশগড়ের একটা গ্রামেও এই ইস্যুর ছাপ পড়েছে। তবে তা একেবারেই রাজনৈতিক কারণে নয়। আসলে  এই গ্রামের নাম ‘রাফেল’। আর সেই নামটাই ঠাট্টা-তামাশার কারণ হয়ে উঠেছে এবং নেতিবাচক কারণে মনোযোগ আকর্ষণ করছে বলে এই এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। তাঁরা এখন গ্রামের নামের বদল চাইছেন।
ছত্তিশগঢ়ের মহাসামুন্দ কেন্দ্রের অন্তর্গত এই গ্রাম। শদুয়েক পরিবারের বাস। আগামী ১৮ এপ্রিল এই কেন্দ্রের ভোট।
গ্রামের প্রবীণতম বাসিন্দা ৮৩ বছরের ধরম সিংহ বলেছেন, ‘পাশের গ্রামগুলির বাসিন্দারা আমাদের ঠাট্টা করছেন। বলছেন, কংগ্রেস ক্ষমতায় এলে আমরা তদন্তের আওতায় পড়ব। গ্রামের নাম বদলের অনুরোধ জানাতে আমরা মুখ্যমন্ত্রীর দফতরেও গিয়েছিলাম। কিন্তু দেখা হয়নি’।
ধরম সিংহ আরও বলেছেন, ‘রাফাল বিতর্কের জেরে গ্রামের নাম নিয়ে এসব ঠাট্টা তামাশা চলছে। কিন্তু গ্রামের দিকে কারুর নজর নেই। রাজ্যের বাইরে এই গ্রাম সম্পর্কে বিশেষ কিছু কেউ জানেন না’।
ধরম সিংহ বলেছেন, পানীয় জল, স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধাগুলিও গ্রামে নেই। সেচ ব্যবস্থাও নেই। তাই চাষের কাজে বৃষ্টির জলই ভরসা।
তিনি আরও বলেছেন, ‘রাজনৈতিক নেতারা তো দেশের বহু গ্রামই দত্তক নিয়েছেন।কিন্তু আমাদের গ্রামে তো কোনও নেতা আসেনই না। যেই ভোটে জিতুন, ক্ষমতায় আসুন, আমাদের অনুরোধ থাকবে গ্রামের নাম বদল করার’।
গ্রামের নাম কেন ‘রাফেল’ হল এবং এর অর্থ কী, তা তাঁর জানা নেই বলে জানিয়েছেন ধরম সিংহ। তিনি বলেছেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। কয়েক দশক আগে থেকেই, ২০০০ সালে ছত্তিশগঢ় রাজ্য তৈরির সময়ের আগেও গ্রামের এই নাম ছিল’।