তালিকা থেকে বাদ পড়েছে নাম, লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না রাহুল দ্রাবিড়
ABP Ananda, Web Desk
Updated at:
15 Apr 2019 12:51 PM (IST)
নির্বাচন কমিশন জানিয়েছে, দোষটা রাহুলেরই। তিনি ঠিকানা বদলেছেন, অথচ নির্দিষ্ট ফর্ম ভরে নিজের নাম নতুন জায়গার ভোটার তালিকায় তোলার কাজটা করেননি। অথচ আগেই ব্যবস্থা নিয়ে আগের ঠিকানার ভোটার তালিকা থেকে নাম সরিয়ে দিয়েছেন।
NEXT
PREV
বেঙ্গালুরু: এবারের লোকসভা ভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে। পরিহাস হল, রাহুল কর্নাটক নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। গোটা রাজ্য ভরে গিয়েছে তাঁর মুখের ছবি সহ বিলবোর্ড ও পোস্টারে, যাতে তিনি জনতাকে বলছেন, ১৮ তারিখ নিজের নিজের বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে। অথচ তিনিই ভোট দেবেন না এবার।
নির্বাচন কমিশন জানিয়েছে, দোষটা রাহুলেরই। তিনি ঠিকানা বদলেছেন, অথচ নির্দিষ্ট ফর্ম ভরে নিজের নাম নতুন জায়গার ভোটার তালিকায় তোলার কাজটা করেননি। অথচ আগেই ব্যবস্থা নিয়ে আগের ঠিকানার ভোটার তালিকা থেকে নাম সরিয়ে দিয়েছেন।
কমিশন বলেছে, কিছুদিন আগে বাড়ি পাল্টেছেন রাহুল। পৈতৃক বাড়িতে থাকেন তাঁর ভাই। সেখানে যেহেতু এখন আর থাকছেন না, তাই ফর্ম ভরে নিজের নাম পুরনো ভোটার তালিকা থেকে সরানোর ব্যবস্থা করেন ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল। কিন্তু নতুন ঠিকানায় চলে যাওয়া সত্ত্বেও রাহুল এখানকার ভোটার তালিকায় নাম তোলেননি, যদিও সংশ্লিষ্ট আধিকারিকরা তাঁর বাড়িতে এ জন্য বেশ কয়েকবার গিয়েছিলেন।
রাহুল এখন থাকেন বেঙ্গালুরুর ইন্দিরানগরে, তাঁর বাড়ি পড়ছে শান্তিনগর বিধানসভা এলাকায়, বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রে। কোনওরকম রাজনৈতিক বিতর্কে না জড়িয়েও প্রতিবার ভোট দেন বলে সুনাম রয়েছে তাঁর।
বেঙ্গালুরু: এবারের লোকসভা ভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে। পরিহাস হল, রাহুল কর্নাটক নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। গোটা রাজ্য ভরে গিয়েছে তাঁর মুখের ছবি সহ বিলবোর্ড ও পোস্টারে, যাতে তিনি জনতাকে বলছেন, ১৮ তারিখ নিজের নিজের বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে। অথচ তিনিই ভোট দেবেন না এবার।
নির্বাচন কমিশন জানিয়েছে, দোষটা রাহুলেরই। তিনি ঠিকানা বদলেছেন, অথচ নির্দিষ্ট ফর্ম ভরে নিজের নাম নতুন জায়গার ভোটার তালিকায় তোলার কাজটা করেননি। অথচ আগেই ব্যবস্থা নিয়ে আগের ঠিকানার ভোটার তালিকা থেকে নাম সরিয়ে দিয়েছেন।
কমিশন বলেছে, কিছুদিন আগে বাড়ি পাল্টেছেন রাহুল। পৈতৃক বাড়িতে থাকেন তাঁর ভাই। সেখানে যেহেতু এখন আর থাকছেন না, তাই ফর্ম ভরে নিজের নাম পুরনো ভোটার তালিকা থেকে সরানোর ব্যবস্থা করেন ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল। কিন্তু নতুন ঠিকানায় চলে যাওয়া সত্ত্বেও রাহুল এখানকার ভোটার তালিকায় নাম তোলেননি, যদিও সংশ্লিষ্ট আধিকারিকরা তাঁর বাড়িতে এ জন্য বেশ কয়েকবার গিয়েছিলেন।
রাহুল এখন থাকেন বেঙ্গালুরুর ইন্দিরানগরে, তাঁর বাড়ি পড়ছে শান্তিনগর বিধানসভা এলাকায়, বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রে। কোনওরকম রাজনৈতিক বিতর্কে না জড়িয়েও প্রতিবার ভোট দেন বলে সুনাম রয়েছে তাঁর।
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -