Live updates: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে জটিলতা বহাল, রাজ্যপালের কাছে বিজেপি প্রতিনিধিদল, দল ভাঙানোর আশঙ্কায় বিধায়কদের হোটেলে সরিয়ে দিয়েছে শিবসেনা?

মহারাষ্ট্রে সরকার গঠন ঘিরে অচলাবস্থা দূর করতে শীঘ্রই কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়ে গডকরী বলেন, ফঢ়নবিশই নতুন সরকারের নেতৃত্ব দেবেন। বিজেপি একাই ১০৫টি আসন পেয়েছে। তাই মুখ্যমন্ত্রী পদ তার পাওয়াটাই স্বাভাবিক। জনগণ রাজ্যে বিজেপি, শিবসেনা সরকার গঠনের পক্ষেই রায় দিয়েছেন। আমরা শিবসেনার সমর্থন পাব। ওদের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Nov 2019 06:18 PM
এর আগে শিবসেনারই এক বিধায়ক, গুলাবরাও পাতিল দাবি করেন, আগামী দুদিন আমরা হোটেল রংসারদায় থাকব। উদ্ধব সাহেব যা করতে বলবেন, তা-ই করব আমরা। এদিন শিবসেনা বিধায়করা সকালে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’তে বৈঠকে হাজির হন। তারপরই এমন দাবি করেন গুলাবরাও।
বিজেপি ঘর ভাঙানোর চেষ্টা করতে পারে, এমন আশঙ্কায় নবনির্বাচিত দলীয় বিধায়কদের বড় শরিকের নাগালের বাইরে রাখতে রিসর্টে পাঠানোর খবর অস্বীকার করলেন শিবসেনা এমপি সঞ্জয় রাউত। তিনি বলেছেন, সব গুজব। আমাদের এসব করার দরকারই নেই। আমাদের বিধায়করা দলের প্রতি দায়বদ্ধ, প্রতিজ্ঞায় দৃঢ়। যারা এসব গুজব ছড়াচ্ছে, তারা আগে নিজেদের বিধায়কদের সামলাক। মহারাষ্ট্রে সরকার গঠনের চরম সময়সীমা যতই শেষের দিকে এগচ্ছে, ততই সুর চড়াচ্ছে শিবসেনা। তিনি মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই হবেন বলে ফের দাবি করেন। তারা মরিয়া চেষ্টা চালাচ্ছে, দলের যুবনেতা আদিত্য ঠাকরে যাতে তাদের দাবিমতো ৫০-৫০ সমঝোত সূত্র অনুসারে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন।
বিজেপি ঘর ভাঙানোর চেষ্টা করতে পারে, এমন আশঙ্কায় নবনির্বাচিত দলীয় বিধায়কদের বড় শরিকের নাগালের বাইরে রাখতে রিসর্টে পাঠানোর খবর অস্বীকার করলেন শিবসেনা এমপি সঞ্জয় রাউত। তিনি বলেছেন, সব গুজব। আমাদের এসব করার দরকারই নেই। আমাদের বিধায়করা দলের প্রতি দায়বদ্ধ, প্রতিজ্ঞায় দৃঢ়। যারা এসব গুজব ছড়াচ্ছে, তারা আগে নিজেদের বিধায়কদের সামলাক। মহারাষ্ট্রে সরকার গঠনের চরম সময়সীমা যতই শেষের দিকে এগচ্ছে, ততই সুর চড়াচ্ছে শিবসেনা। তিনি মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই হবেন বলে ফের দাবি করেন। তারা মরিয়া চেষ্টা চালাচ্ছে, দলের যুবনেতা আদিত্য ঠাকরে যাতে তাদের দাবিমতো ৫০-৫০ সমঝোত সূত্র অনুসারে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন।
মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে অচলাবস্থার মধ্যেই রাজ্যপালের কাছে বিজেপি প্রতিনিধিদল। রাজ্যপালকে সরকার গঠনের জন্য দলের চেষ্টার ব্যাপারে অবহিত করেন বিজেপি নেতারা। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হতে বেশি দেরি নেই। তার প্রাক্কালে বিজেপি আজ রাতের মধ্যে জটিলতা না কাটলে কী হতে পারে, সে ব্যাপারে আইনি রাস্তা খতিয়ে দেখা শুরু করেছে বলে খবর। বিজেপি যখন রাজ্যপাল কোশিয়ারির সঙ্গে দেখা করেছে, তখন শিবসেনা ফের বড় শরিককে কড়া বার্তা দিয়েছে। বলেছে, বিজেপি যেন তাদের মুখ্যমন্ত্রী পদের দাবিকে দরকষাকষির কৌশল বলে ধরে না নেয়। পাশাপাশি শিবসেনা সব নবনির্বাচিত দলীয় বিধায়ককে একটি হোটেলে নিয়ে তুলেছে বলে খবর। তাদের আশঙ্কা , বিজেপি তাদের বিধায়কদের ভাঙানোর চেষ্টা করবে। যদিও শীর্ষ শিবসেনা নেতা সঞ্জয় রাউত এ খবর ভুল বলে খারিজ করেছেন। শিবসেনা অনড়, লোকসভা ভোটের আগে হওয়া বোঝাপড়া মেনে ক্ষমতা সমান বন্টন করতে হবে। বিজেপি তাদের দেওয়া কথা রাখুক। শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে দলীয় বিধায়কদের বৈঠকে বলেন, জোট ভাঙতে চাই না। তবে লোকসভা ভোটের সময় যা স্থির হয়েছিল, সেটা কাজে করুক বিজেপি।

প্রেক্ষাপট

মুম্বই: মহারাষ্ট্রে সরকার গঠনের উদ্যোগের সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবতকে জড়ানো উচিত নয়। বললেন নিতিন গডকরী। এ ব্যাপারে চলতে থাকা জল্পনা খারিজ করেন তিনি। কেন্দ্রীয় পথ পরিবহণমন্ত্রী আজ নাগপুর এসেছেন সরকার গঠন ঘিরে শিবসেনা, বিজেপির যার যার অবস্থানে অটল থাকার মধ্যেই। একদিকে মুখ্যমন্ত্রী পদ সহ মন্ত্রিসভার দপ্তর সমান ভাগে বন্টনের দাবিতে যেমন শিবসেনা অনড়, অন্যদিকে বিজেপিও মুখ্যমন্ত্রী পদে তাদের দাবি থেকে সরে আসার ইঙ্গিত দেয়নি। সংবাদ সংস্থার খবর, গডকরীর নামও মুখ্যমন্ত্রী পদে হাওয়ায় ভাসছে। যদিও তিনি নিজে মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা খারিজ করে জানিয়েছেন, তিনি রাজ্য রাজনীতিতে ফিরছেন না। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে তিনিও আছেন কিনা, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গডকরী বলেন, আমি দিল্লিতে রয়েছি। রাজ্য রাজনীতিতে ফেরার কোনও প্রশ্নই নেই। রাজ্যের বর্তমান রাজনৈতিক সঙ্কট দ্রুত কেটে যাবে।
মহারাষ্ট্রে সরকার গঠন ঘিরে অচলাবস্থা দূর করতে শীঘ্রই কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়ে গডকরী বলেন, ফঢ়নবিশই নতুন সরকারের নেতৃত্ব দেবেন। বিজেপি একাই ১০৫টি আসন পেয়েছে। তাই মুখ্যমন্ত্রী পদ তার পাওয়াটাই স্বাভাবিক। জনগণ রাজ্যে বিজেপি, শিবসেনা সরকার গঠনের পক্ষেই রায় দিয়েছেন। আমরা শিবসেনার সমর্থন পাব। ওদের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে।
পাশাপাশি তিনি বলেন, চলতি ঘটনাবলীর (সরকার গঠনের প্রয়াস) সঙ্গে আরএসএস প্রধানের যোগ দেখানো ঠিক হবে না।
মহারাষ্ট্রে যদিও সরকার গঠনে জটিলতা কাটার লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। সরকার গঠনের প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা থাকা সত্ত্বেও মন্তিত্ব ভাগের প্রশ্নে মতভেদ চলছে জোটের দুই শরিকের মধ্যে। ২৮৮ সদস্যের বিধানসভায় বিজেপি ১০৫টি, শিবসেনা ৫৬টি আসন পেয়েছে। শিবসেনার দাবি, লোকসভা নির্বাচনের আগে হওয়া বোঝাপড়া অনুসারে মুখ্যমন্ত্রী পদ ও অন্যান্য দপ্তর ৫০-৫০ অনুপাতে ভাগ করতে হবে। আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদ চাই তাদের। বিজেপি তাতে নারাজ। এই প্রেক্ষাপটে আজ বিজেপি প্রতিনিধিদল দেখা করতে যাচ্ছে রাজ্যপাল ভগত্ সিংহ কোশিয়ারির সঙ্গে। নেতৃত্ব দেবেন দলের রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল ও অর্থমন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.