Live updates: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে জটিলতা বহাল, রাজ্যপালের কাছে বিজেপি প্রতিনিধিদল, দল ভাঙানোর আশঙ্কায় বিধায়কদের হোটেলে সরিয়ে দিয়েছে শিবসেনা?

মহারাষ্ট্রে সরকার গঠন ঘিরে অচলাবস্থা দূর করতে শীঘ্রই কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়ে গডকরী বলেন, ফঢ়নবিশই নতুন সরকারের নেতৃত্ব দেবেন। বিজেপি একাই ১০৫টি আসন পেয়েছে। তাই মুখ্যমন্ত্রী পদ তার পাওয়াটাই স্বাভাবিক। জনগণ রাজ্যে বিজেপি, শিবসেনা সরকার গঠনের পক্ষেই রায় দিয়েছেন। আমরা শিবসেনার সমর্থন পাব। ওদের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Nov 2019 06:18 PM

প্রেক্ষাপট

মুম্বই: মহারাষ্ট্রে সরকার গঠনের উদ্যোগের সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবতকে জড়ানো উচিত নয়। বললেন নিতিন গডকরী। এ ব্যাপারে চলতে থাকা জল্পনা খারিজ করেন তিনি। কেন্দ্রীয় পথ পরিবহণমন্ত্রী আজ নাগপুর এসেছেন...More

এর আগে শিবসেনারই এক বিধায়ক, গুলাবরাও পাতিল দাবি করেন, আগামী দুদিন আমরা হোটেল রংসারদায় থাকব। উদ্ধব সাহেব যা করতে বলবেন, তা-ই করব আমরা। এদিন শিবসেনা বিধায়করা সকালে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’তে বৈঠকে হাজির হন। তারপরই এমন দাবি করেন গুলাবরাও।