নয়াদিল্লি: ২০১৮-১৯ অর্থবর্ষের অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধির হার কমে হল ৬.৬ শতাংশ। পাঁচটি ত্রৈমাসিকে এটাই সবচেয়ে কম আর্থিক বৃদ্ধি। কৃষি, খনি ও উৎপাদন শিল্পে আশানুরূপ ফল না হওয়ার ফলেই আর্থিক বৃদ্ধির হার কমেছে। যদিও চিনকে টপকে ভারতই সবচেয়ে দ্রুত বেড়ে চলা অর্থনীতির তকমা ধরে রেখেছে। গত অর্থবর্ষের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৭ শতাংশ।
কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২০১৮-১৯ অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে জিডিপি ছিল ৩৫ লক্ষ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে যা ছিল ৩২.৮৫ লক্ষ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে পার ক্যাপিটা ইনকাম বেড়ে হতে পারে ৯২,৭১৮ টাকা।’
পাঁচ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার সর্বনিম্ন
Web Desk, ABP Ananda
Updated at:
28 Feb 2019 09:06 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -