নয়াদিল্লি: আধার কার্ড না থাকায় নয়ডার ৯ বছরের এক মেয়েকে ভর্তি না নেওয়ার অভিযোগ উঠল দিল্লি সরকার পরিচালিত লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের বিরুদ্ধে। দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি ট্যুইট করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অরবিন্দ কেজরীবালকে তোপ দাগেন। এর কয়েক ঘণ্টা পরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ট্যুইট করে জানান, মেয়েটিকে কেন্দ্রীয় সরকার পরিচালিত সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।



সূত্রের খবর, মেয়েটির নাম প্রিয়া। তার বাড়ি নয়ডায় হওয়ায় আধার কার্ডে সেই ঠিকানাই আছে। দিল্লির আধার কার্ড না থাকাতেই তাকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ।



সফদরজঙ্গ হাসপাতালের মেডিক্যাল সুপার রাজেন্দ্র শর্মা জানিয়েছেন, মেয়েটির বারবার খিঁচুনি হচ্ছিল। সেই কারণেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে বুধবার মেয়েটিকে ভর্তি নেওয়া হয়েছে।