নয়াদিল্লি: #মি টু ক্যাম্পেনে যে মহিলারা তাঁদের অতীতে যৌন হেনস্থা করা হয়েছে বলে দাবি করে মুখ খুলেছেন, তাঁদের পাশে দাঁড়ালেন মানেকা গাঁধী। সেই সব মহিলার অভিযোগেই তাঁর আস্থা, বিশ্বাস আছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী।



পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে মানেকা বলেছেন, ওঁদের সবাইকে বিশ্বাস করি আমি। প্রতিটি অভিযোগের পিছনে যে যন্ত্রণা, কান্না, কষ্ট-বেদনা আছে, তা সত্যি বলে বিশ্বাস আমার। মানেকা তাঁর মন্ত্রক শীঘ্রই সিনিয়র বিচারপতি, আইন দুনিয়ার শীর্ষ ব্যক্তিদের নিয়ে একটি কমিটি তৈরি করবে বলে জানিয়েছেন। বলেছেন, আমার প্রস্তাব, বিচারবিভাগ, আইন মহলের অভিজ্ঞ লোকজনকে সদস্য হিসাবে রেখে একটি কমিটি তৈরি হবে, যারা মি টু প্রচার থেকে উঠে আসা যাবতীয় ইস্যু খতিয়ে দেখবে, বিচার করবে।




মানেকা জানান, যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখার জন্য চলতি যে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে, তা খতিয়ে দেখবে কমিটি, কী করে তা আরও শক্তিশালী করা যায়, সে ব্যাপারেও পরামর্শ দেবে মন্ত্রককে। দরকার হলে প্রকাশ্যে আসা অভিযোগগুলির কিছু কিছুও বিচার করে দেখবে কমিটি।