Glacier collapse in Joshimath: মৃত ৭, নিখোঁজ ১৭০, জানাল স্টেট ডিজ্যাস্টার ম্যানেজমেন্ট সেন্টার

Massive Flood in Dhauliganga: ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Feb 2021 10:13 PM

প্রেক্ষাপট

জোশীমঠ: উত্তরাখণ্ডের জোশীমঠে তুষারধস। যার জেরে আচমকা বাড়ল ধৌলিগঙ্গা নদীর জলস্তর। ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা। চামোলি জেলার তপোবনেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বেশ কয়েকটি হিমবাহেরও ক্ষতি হয়েছে। আনা...More

আইটিবিপি-র জনসংযোগ আধিকারিক বিবেক পাণ্ডে জানিয়েছেন, ‘আমরা এখন দ্বিতীয় সুড়ঙ্গটির দিকে নজর দিচ্ছি। সেখানে ৩০ জন আটকে আছেন বলে জানতে পেরেছি আমরা। রাত্রেও উদ্ধারকার্য চালাব আমরা। আমাদের দল কাজ চালিয়ে যাচ্ছে। আশা করি দ্রুত সবাইকে উদ্ধার করা সম্ভব হবে।’