নয়াদিল্লি: ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে চালু হবে ‘আনলক ফোর’। এই পর্যায়ে এসে এবার আর্থিক কার্যকলাপে গতি আনা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে লোকাল ট্রেন, মেট্রো রেল পরিষেবা ফের চালু করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এছাড়া খুলতে পারে সিঙ্গল থিয়েটার সিনেমা হল, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল। ৫০ শতাংশ আসনের টিকিট বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি, বাধ্যতামূল মাস্ক। সূত্রের খবর, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া হবে রাজ্যের উপর।


এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা চলছে। বিভিন্ন প্রস্তাব এসেছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরের সঙ্গেও আলোচনা চলছে। ধীরে ধীরে আর্থিক কার্যকলাপ চালু করার প্রক্রিয়া শুরু হচ্ছে। এ বিষয়ে নতুন নির্দেশিকা জারি করা হবে।’

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে পর্যটন মন্ত্রী প্রহ্লাদ পটেল জানিয়েছেন, ‘৫০ শতাংশ মানুষের জমায়েত হওয়ার অনুমতি সহ ব্যাঙ্কোয়েট হল খোলার বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছি। হোটেল মালিকরাও তাঁদের কাজ শুরু করতে চান। সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সবাই চান, দ্রুত কাজ শুরু হোক।’

সূত্রের খবর, এখনও পর্যন্ত লোকাল ট্রেন ও মেট্রো রেল চালু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সরকার এখনই স্কুল-কলেজ খোলার পক্ষে নয়। আন্তর্জাতিক উড়ান সংক্রান্ত বিধিতেও এখনই কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। বন্দে ভারত মিশনে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া অবশ্য চলবে। ব্যাঙ্কোয়েট বা সিঙ্গল থিয়েটার সিনেমা হল খোলা হলেও, বিনোদন পার্ক, মাল্টি-স্ক্রিন সিনেমা হল খোলার সম্ভাবনা এখন কম।