নয়াদিল্লি: আনলক ২-র নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতে বলা হয়েছে, ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ। ১ জুলাই থেকে নতুন আনলক ২-র এই নিয়ম কার্যকর হবে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো নিষেধ।


জেনে নিন, কনটেনমেন্ট জোনের বাইরে কোন কোন ক্ষেত্রে থাকবে নিষেধাজ্ঞা:

  • ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইন ক্লাসে দেওয়া হবে জোর।

  • বিশেষ ক্ষেত্র ছাড়া সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকবে।

  • চলবে না মেট্রো।

  • বন্ধ থাকবে সিনেমা হল, জিম, পানশালা, সুইমিং পুল, অডিটোরিয়াম, বিনোদন পার্ক।

  • যে কোনও খেলাধুলো বা সামাজিক, রাজনৈতিক, বিনোদনমূলক, সাংস্কৃতিক, শিক্ষা সংক্রান্ত ও ধর্মীয় জমায়েত বা অনুষ্ঠান।

  • জরুরি কাজ ছাড়া রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ বাইরে বেরতে পারবেন না।

  • পরিস্থিতি অনুযায়ী নতুন বিধিনিষেধ আরোপ করতে পারে রাজ্য সরকার।

  • ১৫ জুলাই থেকে খুলবে কেন্দ্র-রাজ্য সরকারের প্রশিক্ষণ কেন্দ্র। কী গাইডলাইন? জানাবে কেন্দ্রীয় কর্মিবর্গ-প্রশিক্ষণ মন্ত্রক।

  • ৬৫ বছর বা তার বেশি বয়সী, শিশু, গর্ভবতী মহিলাদের প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরনোয় নিষেধাজ্ঞা।


 

কনটেনমেন্ট জোনে জরুরি কাজ ও পরিষেবা ছাড়া বাকি সব কিছুই বন্ধ থাকবে।