আহমেদাবাদ:  গতকাল বৃহস্পতিবার গাঁধীনগরে রাজভবনে শ্রী সোমনাথ ট্রাস্টের বৈঠকে যোগ দিতে গুজরাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর গাঁধীনগরের কাছে রায়সেন গ্রামে গ্রিয়ে মা হীরা বেনের সঙ্গে দেখা করলেন তিনি। আসলে প্রধানমন্ত্রী আচমকা সেখানে গিয়ে পরিবারের সদস্যদের অবাক করে দিলেন। কোনও নিরাপত্তা বাহিনী ছাড়াই সেখানে গিয়ে নবতিপর মায়ের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন মোদী।


জানা গেছে, প্রায় ১৫ মিনিট মায়ের সঙ্গে কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, হীরা বেন প্রধানমন্ত্রী মোদীর ভাই পঙ্কজ মোদির সঙ্গে গাঁধীনগর ও আহমেদাবাদের মাঝে এই গ্রামের বাড়িতে থাকেন।

মায়ের সঙ্গে দেখা করার পর মোদি দিল্লি ফিরে যেতে আহমেদাবাদ বিমানবন্দরে আসেন। পঙ্কজ মোদির প্রতিবেশীরা এ কথা জানিয়েছেন।

আসলে গাঁধীনগরে এলেই মোদী তাঁর মায়ের সঙ্গে দেখা করেন।

রাজভবনে শ্রী সোমনাত ট্রাস্টের বৈঠকে ছিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী এবং দলের সভাপতি অমিত শাহ।