নয়াদিল্লি: হিন্দিকে ভারতের সামাজিক, রাজনৈতিক, ভাষাগত ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। হিন্দি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘হিন্দি ভারতের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও ভাষাগত ঐক্যের প্রতীক। আজও এই গুণগুলি হিন্দিকে অন্য সব ভাষার মধ্যে গ্রহণযোগ্য করে তুলেছে। আমরা যাতে সব আঞ্চলিক ভাষার সাহিত্য সহজেই পড়তে পারি, তার জন্য হিন্দিতে আরও অনুবাদ হওয়া উচিত।’
বেঙ্কাইয়া আরও বলেছেন, ‘হিন্দিই ভারতের সেরা ভাষা কি না, সেটা বিতর্কের বিষয়। কারণ, এমন অনেক ভাষা আছে যেগুলি হিন্দির চেয়ে পুরনো ও অনেক বেশি স্পন্দনশীল। সংস্কৃত সব ভাষার মা। তবে হিন্দি সহজ ও গ্রহণযোগ্য ভাষা। দেশের বেশিরভাগ মানুষই হিন্দি বোঝেন। সরকারি জনকল্যাণমূলক পরিষেবাগুলি বাস্তবায়িত করার ক্ষেত্রে ভাষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগণের ভাষায় সরকারি কাজ হওয়া উচিত।’
ভারতের সামাজিক, রাজনৈতিক, ভাষাগত ঐক্যের প্রতীক হিন্দি, মন্তব্য উপরাষ্ট্রপতির
Web Desk, ABP Ananda
Updated at:
14 Sep 2018 09:11 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -