নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এ বিতর্কিত পোস্টারকে কেন্দ্র করে কাঠগড়ায় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। ঘটনাচক্রে আজ জেএনইউয়ে ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ পদগুলিতে ভোটগ্রহণ চলছে। সেদিনই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই পোস্টারের ছবি, যাতে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের ছোট পোশাক নিষিদ্ধ করার প্রতিশ্রুতি রয়েছে। পোস্টারে বলা হয়েছে, জেএনইউকে ‘সন্ত্রাসবাদী, দেশবিরোধেী কমরেডদের কব্জা’ থেকে মুক্ত করা হবে, বিশ্ববিদ্যালয়ে যেসব খাবারের দোকানে আমিষ খাবার বিক্রি হয়, সেগুলি বন্ধ করে দেওয়া হবে বা বিক্রির ওপর নিয়ন্ত্রণ জারি করা হবে।
পোস্টারের এহেন ঘোষণায় অভিযোগের তির এবিভিপি-র দিকে। যদিও তারা এতে তাদের হাত নেই বলে দাবি করেছে। সংগঠনের নেতা সৌরভ শর্মা বলেন, বাম দলগুলি আমাদের ভয় পাচ্ছে। তাই আমাদের নাম জড়িয়ে প্রচার হচ্ছে। এমন কোনও পোস্টারই আমরা দিইনি।
পোস্টারে আরও বলা হয়েছে, রাতে মেয়েদের জন্য সেন্ট্রাল লাইব্রেরিতে থাকার সময়সীমা কমানো হবে। কোনও অতিরিক্ত খাটো পোশাক চলবে না, শুধু ভারতীয় পোশাক পরতে হবে। বয়েজ হস্টেলে মেয়েদের প্রবেশ নয়। কোনও জন্মদিনের সেলিব্রেশনও করা যাবে না। যৌন হেনস্থা, শ্লীলতাহানি এড়াতেই এগুলি কার্যকর করা হবে। জেএনইউ চত্বরে খাবারের দোকান গঙ্গা ধাবা খোলা থাকার সময়ও কাটছাঁট করা হবে। ওটা বামপন্থী, শ্লীলতাহানিকারীদের আড্ডার জায়গা।
এবারের জেএনইউয়ের ভোটে এবিভিপি লড়ছে। তাদের বিরুদ্ধে জোট বেঁধে প্রার্থী দিয়েছে এসএফআই, আইসা, ডিএসএফ ও এআইএসএফ।