মুম্বই: বর্ণবিদ্বেষ নিয়ে বিশ্বজোড়া আলোচনা, আন্দোলনের মধ্যেই বড় পদক্ষেপের কথা ঘোষণা করল হিন্দুস্তান ইউনিলিভার সংস্থা। ঘোষণা করা হয়েছে, জনপ্রিয় ব্র্যান্ড ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ থেকে ‘ফেয়ার’ শব্দটা বাদ দেওয়া হবে।


এর আগে অপর এক বহুজাতিক সংস্থা জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারত সহ এশিয়ার দেশগুলিতে আর তথাকথিত ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের অত্যাচারে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর ত্বক উজ্জ্বল করার ক্রিম বিক্রি বন্ধ করা নিয়ে ইউনিলিভার সংস্থার উপর চাপ তৈরি হচ্ছিল। সেই কারণেই ‘ফেয়ার অ্যান্ড লাভলি’-র বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হল।

ভারতে দীর্ঘদিন ধরেই বিক্রি হচ্ছে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’। মূলত মহিলাদের জন্যই এই ক্রিম বিক্রি করা হলেও, এক দশকেরও বেশি সময় আগে থাকতেই পুরুষদের জন্যও আলাদা ক্রিম ভারতের বাজারে আসে। তবে এবার এই পণ্যে বদল আসছে।

এ বিষয়ে হিন্দুস্তান ইউনিলিভারের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব মেহতা জানিয়েছেন, ‘আমরা স্কিন কেয়ার পোর্টফোলিও ব্যাপকতর করতে চাইছি। সৌন্দর্যের আরও নানা দিক অন্তর্ভুক্ত করাই আমাদের লক্ষ্য। গত বছর আমরা পণ্যে কিছু বদল এনেছি। আমাদের গ্রাহকদের এই বদল পছন্দ হয়েছে। আমরা এখন ঘোষণা করছি, ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ থেকে ‘ফেয়ার’ শব্দটা বাদ দিচ্ছি। নতুন নাম ব্যবহারের অনুমতি পেলেই কয়েক মাসের মধ্যে বাজারে আসবে নতুন পণ্য।’

হিন্দুস্তান ইউনিলিভারের এই ঘোষণার পর কি ভারতে পুরোপুরি বন্ধ হয়ে যাবে ফর্সা হওয়ার ক্রিম? এ বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।