নয়াদিল্লি: লাদাখে চিনা আগ্রাসনের পর থেকেই দেশজুড়ে উঠেছে চিনা পণ্য বর্জনের ডাক। গলা মিলিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ। সি-ভোটার এবিপি আনন্দের সমীক্ষাতেও দেখা গেছে দেশের সিংহভাগ মানুষ চাইছেন চিনা জিনিস বর্জন করতে।
দিনকয়েক আগে, বাণিজ্যিক সংগঠন সিএআইটিও চিনা দ্রব্য বা ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ করেন দেশের অভিনেতা, অভিনেত্রী ও ক্রীড়া ব্যক্তিত্বদের। এবার সরাসরি দেশের বাণিজ্য মন্ত্রকের তরফে ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে বলা হল, এবার থেকে তাঁদের ওয়েবসাইটে লিখে দিতে হবে কোন জিনিসটি কোন দেশে তৈরি।
আমাজন, ফ্লিপকার্টের মতো বড় ই-কমার্স সংস্থাগুলি এর জন্য জুলাই অবধি সময় চেয়ে নিয়েছে। বাকি সংস্থাগুলি অবশ্য কেন্দ্রের নির্দেশ পালনে রাজি হয়ে গিয়েছে।
ভারতীয় সেনার উপর চিনা হামলা পরিপ্রেক্ষিতে কেন্দ্র চাইছে বাণিজ্যের দ্বারে তালা আঁটতে। তারই পয়লা পদক্ষেপ হিসেবে এই নির্দেশ, মনে করছে বিশেষজ্ঞ মহল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
চিনের জিনিস কি? জানাতে হবে ই-কমার্স সাইটগুলিকে, নির্দেশ মন্ত্রকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2020 06:16 PM (IST)
ভারতীয় সেনার উপর চিনা সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে কেন্দ্র চাইছে বাণিজ্যের দ্বারে তালা আঁটতে। তারই পয়লা পদক্ষেপ হিসেবে এই নির্দেশ, মনে করছে বিশেষজ্ঞ মহল।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -