রবিবার হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও হাজির থাকার কথা। ৫০ হাজারেরও বেশি মানুষ এই অনুষ্ঠানে হাজির থাকবেন বলে জানা গিয়েছে। তবে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে এই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।
‘হাউডি মোদি’: অর্থনীতি নিয়ে খোঁচা রাহুলের
Web Desk, ABP Ananda
Updated at:
18 Sep 2019 09:32 PM (IST)
রবিবার হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও হাজির থাকার কথা।
NEXT
PREV
নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের আগে অর্থনীতি নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। এর আগে তাঁর বোন তথা কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরাও অর্থনীতি নিয়ে মোদিকে খোঁচা দেন। প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বলও এই অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
রবিবার হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও হাজির থাকার কথা। ৫০ হাজারেরও বেশি মানুষ এই অনুষ্ঠানে হাজির থাকবেন বলে জানা গিয়েছে। তবে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে এই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।
রবিবার হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও হাজির থাকার কথা। ৫০ হাজারেরও বেশি মানুষ এই অনুষ্ঠানে হাজির থাকবেন বলে জানা গিয়েছে। তবে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে এই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -