HS Result 2020 LIVE: সমস্যা শেষ! ফল দেখুন, এবিপি আনন্দের ওয়েবসাইটে, ক্লিক করুন wb12.abplive.com

WB HS Results 2020 LIVE Updates, Results will be live on wb12.abplive.com: আজ দুপুর সাড়ে তিনটেয় উচ্চমাধ্যমিকের ফল। থাকছে না মেধাতালিকা। মার্কশিট মিলবে ৩১ জুলাই। ১০ অগাস্ট থেকে স্নাতকে অনলাইনে ভর্তি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 17 Jul 2020 05:51 PM
১ ঘণ্টা ৪৫ মিনিট পর অবশেষে সচল ওয়েবসাইট
অবশেষে abpananda.abplive.in-এ দেখা যাচ্ছে ফল। দেখা যাচ্ছে উচ্চমাধ্যমিকের ফলাফল। সার্ভার বিভ্রাটের জেরে লক্ষ লক্ষ পরীক্ষার্থী নাজেহাল।
উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯ । শাখাওয়াত মেমোরিয়ালের স্রোতশ্রী রায় (৪৯৯)। বাঁকুড়া বড়জোড়া হাইস্কুল গৌরব মণ্ডল (৪৯৯) । রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের জয় মণ্ডল (৪৯৮)। কোচবিহার জেনকিনস হাইস্কুলের কৃষ্টিধর পণ্ডিত (৪৯৬)। টাকি বয়েজ হাইস্কুলের শঙ্খদীপ দাস (৪৯৬)। ৫০০-র মধ্যে একাধিক ছাত্র-ছাত্রীর প্রাপ্ত নম্বর ৪৯৯। জেলাকে টপকে কলকাতার স্কুলে উচ্চমাধ্যমিকে ভাল রেজাল্ট। ভাল ফল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, রহড়া রামকৃষ্ণ মিশনের। ভাল ফল নব নালন্দা, যোধপুর পার্ক বয়েজ স্কুলের।
উচ্চমাধ্যমিকে রেকর্ড পাসের হার ৯০.১৩% । ছাত্রদের পাসের হার ৯০.৪৪%, ছাত্রীদেরও ৯০ শতাংশের বেশি পাস। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, কালিম্পং-এ ভাল রেজাল্ট। উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩
পাস করেছেন ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ পরীক্ষার্থী। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩০ হাজারের বেশি। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৮৪ হাজার ৭৪৬। গতবারের তুলনায় উচ্চমাধ্যমিকে পাসের হার বাড়ল ৩.৮৪%। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৮.৮৩%। উচ্চমাধ্যমিকে বাণিজ্য বিভাগে পাসের হার ৯২.২২%। উচ্চমাধ্যমিকে কলা বিভাগে পাসের হার ৮৮.৭৪%। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, ৩১ অগাস্টের মধ্যে স্ক্রুটিনি।
মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে শুরু ফলপ্রকাশের পদ্ধতি।
ফলপ্রকাশ শুরু করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, ৩১ অগাস্টের মধ্যে স্ক্রটিনি
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, ৩১ অগাস্টের মধ্যে স্ক্রুটিনি। স্ক্রুটিনি, রিভিউয়ের জন্য ফি কমাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, ৩১ অগাস্টের মধ্যে স্ক্রুটিনি। স্ক্রুটিনি, রিভিউয়ের জন্য ফি কমাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, ৩১ অগাস্টের মধ্যে স্ক্রুটিনি। স্ক্রুটিনি, রিভিউয়ের জন্য ফি কমাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আজ উচ্চমাধ্যমিকের ফল। দুপুর সাড়ে তিনটেয় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। বিকেল চারটে থেকে এবিপি আনন্দ ডট এবিপি লাইভ ডট ইন ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট। থাকছে না মেধাতালিকা। মার্কশিট মিলবে ৩১ জুলাই। অনলাইনে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু ১০ অগাস্ট।
আর কিছুক্ষণের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল। থাকছে না মেধাতালিকা। মার্কশিট মিলবে ৩১ জুলাই। ১০ অগাস্ট থেকে স্নাতকে অনলাইনে ভর্তি।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের রাজ্যজুড়ে ৫২টি বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলি ৩১ জুলাই মার্কশিট এবং সার্টিফিকেট পাবে।

এ বছর উচ্চমাধ্যমিকে বসেন ৮ লাখের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। ২১ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়। বাকি পরীক্ষা হয়নি।
দেখে নিন, কীভাবে জানবেন উচ্চমাধ্যমিকের ফল
প্রথমে খুলুন এবিপি আনন্দের ওয়েবসাইট https://bengali.abplive.com
এরপর সাইটের ওপরে বাঁ দিকে দেখুন হোমের পাশে লেখা আছে HS রেজাল্ট। তাতে ক্লিক করুন।
অথবা সরাসরি খুলুন wb12.abplive.com
abplive.com-ও খুলতে পারেন।
এতে দেখা যাবে নাম রেজিস্টার করার ফর্ম।
তাতে নাম টাইপ করুন। রোল নম্বর দিন অ্যাডমিট কার্ড দেখে। কোন শাখায় পরীক্ষা দিয়েছেন সিলেক্ট করুন। দিন নিজের ইমেল আইডি, মোবাইল নম্বর।
ক্লিক করুন রেজিস্টার নাউ-তে।

প্রেক্ষাপট

কলকাতা: আজ দুপুর সাড়ে তিনটেয় প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। করোনা লকডাউনের জেরে সবকটি পরীক্ষা না হতে পারায় এবার আর প্রকাশিত হবে না মেধাতালিকা। মার্কশিট মিলবে ৩১ জুলাই। ১০ অগাস্ট থেকে শুরু হবে স্নাতকে অনলাইনে ভর্তি।

মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সম্ভবত শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফল। পরে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও জানিয়ে দেয়, শুক্রবার হবে ফলপ্রকাশ। তবে, এবার সকালে নয়, ১৭ জুলাই উচ্চমাধ্যমিকের আনুষ্ঠানিক ফলপ্রকাশ দুপুর সাড়ে ৩টেয়। করোনা লকডাউনের জেরে সিবিএসই, আইসিএসই ও আইএসসি-র মত উচ্চমাধ্যমিকেরও ৩ দিনের পরীক্ষা বাতিল হয়ে যায়। ২, ৬ ও ৮ জুলাইয়ের পরীক্ষা হতে পারেনি। যার জেরে, এবারের উচ্চমাধ্যমিকের কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। পর্ষদ জানিয়েছে, যে পরীক্ষাগুলি সংশ্লিষ্ট পড়ুয়া দিতে পেরেছেন, সেগুলির মধ্যে যেটিতে তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন সেই নম্বরই বাকি থাকা পরীক্ষাগুলির নম্বর হিসেবে যুক্ত হবে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.