দিঘা: জাল টানতেই চক্ষু চড়কগাছ মৎস্যজীবীদের। জালে ধরা পড়েছে অতিকায় একটি মাছ। সোমবার রাজ্যের দিঘা উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল এই মাছ।
পশ্চিমবঙ্গ ফিসারমেন অ্যাসোসিয়েশনের ডিরেক্টর পিনাকী রঞ্জন কর জানিয়েছেন, এই মাছের ওজন ছিল ৮০০ কেজি। মত্স্যজীবীদের একটি দল দিঘার কাছে উদয়পুরে সমুদ্রে এই মাছ ধরেছে। তিনি বলেছেন, তাঁদের জালে এই বিশাল মাছ দেখে হতবাক হয়ে গিয়েছিলেন মত্স্যজীবীরাও। এই মাছ শংকর মাছ নামে পরিচিত। এর তুলনা করা হয় হাতির কানের সঙ্গে।
কর জানিয়েছেন, মাছটি ছিল ৮ ফুট লম্বা ও পাঁচ ফুট চওড়া। উল্লেখ্য, এ ধরনের বিশাল মাছ এর আগেও ধরা পড়েছে। কিন্তু শংকর মাছের ওজন বেশি হয়ে থাকে।
খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এই অতিকায় মাছ দেখতে ভিড় উপচে পড়ে। তাঁরা ভিডিও ও ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সঙ্গে সঙ্গে ওই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হলে সেখানকার লোকজনও এই বিশাল মাছ দেখে অবাক হয়ে যান। এরইমধ্যে একটি ব্যবসায়িক সংস্থা ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেয়। মত্স্যজীবীদের দাবি, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ওজনের ধরা পড়া মাছ ছিল এটিই।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
দিঘার সমুদ্রে ধরা পড়ল ৮০০ কেজি ওজনের বিশাল শংকর মাছ, বিক্রি হল ৫০ হাজার টাকায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jul 2020 04:49 PM (IST)
জাল টানতেই চক্ষু চড়কগাছ মৎস্যজীবীদের। জালে ধরা পড়েছে অতিকায় একটি মাছ। সোমবার রাজ্যের দিঘা উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল এই মাছ।
Photo Credit: Twitter/@HarjinderTalwar
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -