ঘোষিত হল আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশের ফলাফল, আইসিএসই-তে পাসের হার ৯৯.৩৩% আইএসসি-তে ৯৬.৮৪%

ব্যতিক্রমী পরিস্থিতির কথা মাথায় রেখে ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, সিআইএসসিই কোনও মেধা তালিকা প্রকাশ করেনি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Jul 2020 05:03 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: ঘোষিত হল আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশের ফলাফল। এই ওয়েবসাইটগুলিতে দেখুন কাউন্সিল ফর দ্য স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) ফলাফল। রেজাল্ট দেখা যাবে এই ওয়েবসাইটগুলিতে-cisce.org ও results.cisce.org. ব্যতিক্রমী পরিস্থিতির কথা মাথায়...More

আইসিএসই-তে পাশের হার বৃদ্ধি। গত বছরের তুলনায় বাড়ল ০.৭৯ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯৮.৫৪ শতাংশ। এবছর হল ৯৯.৩৩ শতাংশ।
একইভাবে, আইএসসি-র পাশের হার গত বছরের তুলনায় বেড়েছে ২.০২ শতাংশ। গত বছর এই হার ছিল ৯৪.৮২ শতাংশ। এবছর হল ৯৬.৮৪ শতাংশ।