ঘোষিত হল আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশের ফলাফল, আইসিএসই-তে পাসের হার ৯৯.৩৩% আইএসসি-তে ৯৬.৮৪%

ব্যতিক্রমী পরিস্থিতির কথা মাথায় রেখে ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, সিআইএসসিই কোনও মেধা তালিকা প্রকাশ করেনি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Jul 2020 05:03 PM
আইসিএসই-তে পাশের হার বৃদ্ধি। গত বছরের তুলনায় বাড়ল ০.৭৯ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯৮.৫৪ শতাংশ। এবছর হল ৯৯.৩৩ শতাংশ।
একইভাবে, আইএসসি-র পাশের হার গত বছরের তুলনায় বেড়েছে ২.০২ শতাংশ। গত বছর এই হার ছিল ৯৪.৮২ শতাংশ। এবছর হল ৯৬.৮৪ শতাংশ।
আইসিএসই দশম পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৭ হাজার ৯০২। এর মধ্যে ২ লক্ষ ৬ হাজার ৫২৫ জন উত্তীর্ণ হয়েছে। ছেলেদের মধ্যে পাশের হার ৫৪.১৯ শতাংশ। মেয়েদের হার ৪৫.৮১ শতাংশ।
স্কুলগুলি পড়ুয়াদের ফলাফল কাউন্সিলের কেরিয়ার পোর্টালে গিয়ে প্রিন্সিপালের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে পারবেন।

পড়ুয়ারা কী করে ফলাফল দেখবেন? জেনে নেওয়া যাক--

কাউন্সিলের সরকারি ওয়েবসাইট cisce.org বা results.cisce.org -তে যেতে হবে।
সেখানে Results 2020 -র ওপর ক্লিক করতে হবে।
আইসিএসই বা আইএসসি সিলেক্ট করতে হবে।
এরপর ইউনিক আইডি, ইন্ডেক্স নম্বর ও ক্যাপচা নির্দিষ্ট স্থানে পূরণ হবে।
এসএমএস-এর ক্ষেত্রে পড়ুয়াদের নিজেদের ইউনিক আইডি পাঠাতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে। ফর্ম্যাট হবে 'ICSE/ISC (Unique ID)'।
পড়ুয়ারা আইসিএসই ও আইএসসি-র ফলাফল জানতে পারবেন পর্ষদের সরকারি ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org । এর পাশাপাশি, পর্ষদের ওয়েবসাইটের কেরিয়ার পোর্টালেও ফলাফল আপলোড করা হয়েছে। এছাড়া, এসএমএস-ের মাধ্য়মেও পড়ুয়ারা ফলাফল জানতে পারবেন। আবার, ডিজিলকার অ্যাপ ডাউনলোড করেও তার মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। এই মর্মে, আগেই পড়ুয়াদের এসএমএস করে অবগত করেছে সিআইএসসিই।
রাজ্যে আইসিএসই পরীক্ষার্থী ৩৭ হাজার ২৫৮ । এর মধ্যে উত্তীর্ণ ৩৬ হাজার ৯২০।
রাজ্যে আইএসসি পরীক্ষার্থী ২৫ হাজার ৫৮। এর মধ্যে উত্তীর্ণ ২৪ হাজার ৪৫৩।
সিআইএসই আইএসসি রেজাল্ট ২০২০: দ্বাদশে সাফল্যের হার ৯৬.৮ শতাংশ
আইসিএসই দশমের ফলাফল: পাশের হার ৯৯.৩৩ শতাংশ। ২০৭৯০২ পরীক্ষার্থীর মধ্যে ২০৬৫২৫ পরীক্ষার্থী সফল।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: ঘোষিত হল আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশের ফলাফল। এই ওয়েবসাইটগুলিতে দেখুন কাউন্সিল ফর দ্য স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) ফলাফল। রেজাল্ট দেখা যাবে এই ওয়েবসাইটগুলিতে-cisce.org ও results.cisce.org.


 


ব্যতিক্রমী পরিস্থিতির কথা মাথায় রেখে ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, সিআইএসসিই কোনও মেধা তালিকা প্রকাশ করেনি।


 


আইসিএসই ও আইএসসি-র ফল জানা যাবে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে। হাতে মার্কশিট কবে, কাল জানাবে কাউন্সিল। কোনও অসুবিধা হলে স্কুল কর্তৃপক্ষ সিআইএসসিই হেল্পডেস্কে ফোন করতে পারেন। নম্বর ১৮০০-২৬৭-১৭৬০। অথবা ক্লিক করুন ciscehelpdeskorioninc.com -এ।


 


যে বিষয়গুলির পরীক্ষা নেওয়া যায়নি সেগুলিতে নম্বর বরাদ্দ করার ক্ষেত্রে এ বছর কাউন্সিল পরিসংখ্যানবিদদের সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে ফরমুলা তৈরি করেছে।


 


যে পড়ুয়ারা নম্বরও সন্তুষ্ট হবেন না, তাঁদের পুরনায় খতিয়ে দেখা ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে ১০০০ টাকা এক্সাম ফি দিতে হবে। এ ব্যাপারে অনলাইন উইনডো খোলা থাকবে ১০ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.