নয়াদিল্লি: বিরোধীরা প্রায়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বৈরতান্ত্রিক বলে আখ্যা দেন। আজ উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর লেখা বইপ্রকাশ অনুষ্ঠানে এই ইস্যুতে বিরোধীদের পাল্টা খোঁচা দিলেন মোদী। তাঁর দাবি, এখন কেউ শৃঙ্খলার কথা বললেই তাঁকে স্বৈরতান্ত্রিক বলা হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও এইচ ডি দেবেগৌড়া, কংগ্রেস নেতা আনন্দ শর্মা সহ বহু বিশিষ্ট ব্যক্তি। উপরাষ্ট্রপতির শৃঙ্খলাপরায়ণতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বেঙ্কাইয়াজি নিয়মানুবর্তী। দেশের এখন এমন অবস্থা, সহজেই শৃঙ্খলাকে অগণতান্ত্রিক বলে দেওয়া যায়। যদি কেউ শৃঙ্খলার কথা বলে, তাহলে সেই ব্যক্তিকে স্বৈরতান্ত্রিক আখ্যা দেওয়া হয়। তবে বেঙ্কাইয়াজি যে শৃঙ্খলার কথা বলেন, সেটা তিনি নিজে অনুসরণ করেন।’ বিরোধী দলগুলির অভিযোগ, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তাঁদের সাংসদদের বিভিন্ন বিষয়ে বক্তব্য পেশ করতে বাধা দেন বেঙ্কাইয়া। তবে তাঁর পাশে দাঁড়িয়ে মোদী বলেছেন, ‘বেঙ্কাইয়াজির সঙ্গে কোথাও যাওয়ার সময় সবাইকে খুব সতর্ক থাকতে হয়। তিনি ঘড়ি পরেন না, নিজের কাছে কলম ও টাকাও রাখেন না। কিন্তু তা সত্ত্বেও যে কোনও অনুষ্ঠানে ঠিক সময়ে পৌঁছে যান। যদি সেই অনুষ্ঠান সময়ে শেষ না হয়, তাহলে তিনি অস্থির হয়ে যান। তাঁর চরিত্রের মধ্যেই আছে শৃঙ্খলা।’ বেঙ্কাইয়ার প্রশংসা করে মোদী আরও বলেছেন, ‘অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময় বেঙ্কাইয়াজিকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়ার অনুরোধ করেন। কারণ, তিনি সাধারণ মানুষের জীবনের উন্নতির জন্য কাজ করতে চেয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু করেন। গ্রামের রাস্তার গুরুত্বের কারণে এই প্রকল্পটি সাংসদদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছে।’