বেঙ্গালুরু: যেন চাঁদের মাটিতে হাঁটছেন মহাকাশচারী! এমনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। আসলে এই ভিডিও কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি রাস্তার। বাদল নানজুনদাস্বামী নামে এক ব্যক্তির ফেসবুক প্রোফাইলে একটি ৫৬ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করা হয়েছে। আসলে খানাখণ্দে ভরা রাস্তার দিকে প্রশাসনের নজর কাড়তেই তাঁর এই ভিডিও। বাদল স্ট্রিট আর্টিস্ট হিসেবে পরিচিত। তাঁর ওই ভিডিও-র প্রভাব এতটাই জোরাল যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরের দিনই রাস্তার খানাখন্দ ভরাটের কাজ শুরু করেছে প্রশাসন।
বেহাল রাস্তার প্রতি প্রশাসনের নজর টানতে বাদল এ ধরনের অভিনব পদ্ধতি ব্যবহার করেন। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে তাঁকে মহাকাশযাত্রীর পোশাকে অসমান রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে। এক ঝলকে দেখলে মনে হবে, যেন চাঁদে হাঁটছেন মহাকাশচারী। পরে বোঝা যায়, এটা আসলে একটা খানাখন্দে ভরা রাস্তা।



ওই ভিডিও ভাইরাল হওয়ার পর বাদল আরও একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, যে রাস্তায় তিনি মুন ওয়াকের আদলে ভিডিও তুলেছিলেন, সেই রাস্তায় প্রশাসন সমান করার কাজ শুরু করেছে।


বাদলের ফেসবুক অ্যাকাউন্ট দেখলে বোঝা যায় যে বেহার রাস্তা দেখলেই তিনি তা শিল্পকর্মর মাধ্যমে তুলে ধরেন।