নয়াদিল্লি: কর্তারপুর করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও ইমরান খানের মুখে কাশ্মীর প্রসঙ্গ উঠে আসায় ক্ষোভ, প্রতিবাদ জানাল ভারত। পাক প্রধানমন্ত্রী আজ যখন ভারত, পাকিস্তান সীমান্তের দুপারে দুটি গুরুদ্বারের মধ্যে যোগসূত্র স্থাপনের লক্ষ্যে ওই করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সেই মঞ্চে উপস্থিত ভারতের দুই মন্ত্রী হরসিমরত কৌর বাদল ও হরদীপ সিংহ পুরী। ছিলেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধুও। সেখানেই ইমরান বলেন, আজ আমি বলছি, আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সেনাবাহিনী ও বাকি আর সব প্রতিষ্ঠান সহমত যে, এগিয়ে যেতে হবে, আমরা সুসভ্য সম্পর্ক চাই। সমস্যা শুধুমাত্র একটাই। কাশ্মীর। মানুষ যদি চাঁদে যেতে পারে, তাহলে এমন কী সমস্যা থাকতে পারে যার সমাধান নেই?
ইমরানের এই মন্তব্যে অসন্তোষ জানিয়ে বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক যে, পাক প্রধানমন্ত্রী কর্তারপুর করিডর তৈরির শিখ সম্প্রদায়ের দীর্ঘকালের দাবি বাস্তবায়িত করার এক শুভ উদ্যোগকে রাজনৈতিক রং দিলেন অহেতুক জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ তুলে। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশমন্ত্রকের তরফে এও বলা হয়েছে, পাকিস্তানকে আন্তর্জাতিক মহলকে দেওয়া দায়বদ্ধতা পূরণ করে তার আওতাধীন ভূখণ্ড থেকে সীমান্ত সন্ত্রাসবাদ পাচারে যাবতীয় সহায়তা বন্ধ করতে হবে, জঙ্গিদের নিরাপদ আশ্রয়দান বন্ধে কঠোর, কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এদিন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে তাদের সঙ্গে কোনও আলোচনা তো হবেই না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইসলামাবাদে হতে চলা সার্কে সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ পেলেও যাবেন না।
কর্তারপুর করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপনে ইমরানের মুখে সেই কাশ্মীর, ক্ষোভ জানাল বিদেশমন্ত্রক
Web Desk, ABP Ananda
Updated at:
28 Nov 2018 09:05 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -