তেলঙ্গানায় ভেঙে পড়ল বিমান, জখম পাইলট
Web Desk, ABP Ananda | 28 Nov 2018 07:09 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
হায়দরাবাদ: তেলঙ্গানার ইয়াদাদ্রি-ভুবনগিরি জেলায় ভেঙে পড়ল বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। আজ সকাল ১১.৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তবে বিমানটি ভেঙে পড়লেও, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন শিক্ষানবিশ পাইলট। তিনি জখম হয়ে হাসপাতালে ভর্তি। বিমানবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আজ সকালে হাকিমপেটে বায়ুসেনার ঘাঁটি থেকে একটি কিরণ বিমান রুটিনমাফিক প্রশিক্ষণের জন্য ওড়ে। সেই বিমানটি ভেঙে পড়েছে। পাইলটকে নিরাপদে ভেঙে পড়া বিমান থেকে নিরাপদে বার করা হয়েছে। এই ঘটনার তদন্ত করা হবে।’ এর আগে গত বুধবার হায়দরাবাদের রাজীব গাঁধী অ্যাভিয়েশন অ্যাকাডেমির একটি প্রশিক্ষণ মোকিলা অঞ্চলে বিমান চাষের খেতে ভেঙে পড়ে। শিক্ষানবিশ পাইলট সামান্য চোট পান। এক সপ্তাহের মধ্যে একই ঘটনা ঘটল। গত বছরের নভেম্বরেও হায়দরাবাদের কাছে ভেঙে পড়েছিল বিমানবাহিনীর কিরণ বিমান।