নয়াদিল্লি: দেশের ইতিহাসে প্রথমবার ভিভিআইপি-দের নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) মহিলা জওয়ানদের। প্রথম পর্যায়ে বেছে নেওয়া হয়েছে সিআরপিএফ-এর ৩৩ জন মহিলা জওয়ানকে। কিছুদিনের মধ্যেই তাঁদের ১০ সপ্তাহের প্রশিক্ষণ শুরু হবে। একে ৪৭-এর মতো অ্যাসল্ট রাইফেল চালানোর প্রশিক্ষণও দেওয়া হবে মহিলা বাহিনীকে।
সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, ভিভিআইপি-দের নিরাপত্তায় মহিলা জওয়ানদের মোতায়েন করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন পাওয়া গিয়েছে। এরপরেই মহিলা জওয়ানদের প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৬ প্ল্যাটুন মহিলা বাহিনী গড়ে তোলা হবে। পরবর্তীকালে প্রয়োজন হলে মহিলা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে। ভিভিআইপি নিরাপত্তায় মহিলা বাহিনীর নিয়োগ নিয়ে সিআরপিএফ-এর পরিকল্পনা তৈরি।
সিআরপিএফ সূত্রে খবর, একমাত্র প্রয়োজন অনুসারেই ভিভিআইপি নিরাপত্তায় মহিলা বাহিনী নিয়োগ করা হবে। তবে প্রথম পর্যায়ে কয়েকজন ভিভিআইপি-র নিরাপত্তায় মহিলা বাহিনী নিয়োগ করা হবে। কয়েকটি রাজ্যে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে মহিলা ভিভিআইপি-দের নিরাপত্তায় মহিলা বাহিনী নিয়োগ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী, তাঁর বোন প্রিয়ঙ্কা গাঁধী বঢরার মতো ভিভিআইপি-দের নিরাপত্তায় মোতায়েন সিআরপিএফ। এবার সনিয়া, প্রিয়ঙ্কাদের নিরাপত্তায় দেখা যেতে পারে মহিলা বাহিনীকে।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ কয়েকজন নেতার মিছিল ও রোড শোয়ে হামলার অভিযোগ ওঠার পরেই ভিভিআইপি-দের নিরাপত্তায় মহিলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগেই এই বাহিনী গড়ে তোলা হবে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাঁচটি রাজ্যে নির্বাচন। সেই কারণেই সিআরপিএফ-এর মহিলা বাহিনী গড়ে তোলার উপর জোর দেওয়া হচ্ছে।
সিআরপিএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন পাওয়ার পর আলাদা করে মহিলা বাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই বাহিনী গড়ে তোলা হবে। যে মহিলাদের বেছে নেওয়া হয়েছে, তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে।’