মুম্বই: নিউইয়র্কের টাইমস স্কোয়ারে ঝলমল করে উঠবে তেরঙ্গা। আমেরিকার নিউইয়র্কের এই প্রসিদ্ধ স্থানে পালিত হবে ভারতের ৭৪ তম  স্বাধীনতা দিবস। এইবারই প্রথম উত্তোলিত হবে তেরঙ্গা।
উদ্যোগে দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস।  স্বাধীনতাত্তোর ভারতের ইতিহাসে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন যু্ক্তরাষ্টের তিনটি প্রদেশ যথা নিউইয়র্ক, নিউজার্সি ও কানেক্টিকাটের ভারতীয় বংশোদ্ভুতদের ইচ্ছেতেই এই ঘটনার সাক্ষী হতে চলেছে সারা বিশ্ব।
প্রতিবছর এই সংস্থার উদ্যোগে স্বাধীনতা দিবসে প্যারে়ড করা হয়। এবছর করোনা আবহে তা সম্ভব নয়। তাই এই ঐতিহাসিক উদ্যোগ। নিউইয়র্কে ভারতের কনসুল জেনারেল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন।
পতাকা উত্তোলনের পাশাপাশি এম্পায়র স্টেট বিল্ডিং সেজে উঠবে গেরুয়া, সাদা, সবুজ আলোকমালায়। ১৪ অগাস্টই আলোয় সাজবে এম্পায়র বিল্ডিং।
গত ২৯ জুলাই মোহনবাগান দিবসে টাইমস স্কোয়‌্যারের ন্যাশডক বিলবোর্ডে ছিল সবুজ-মেরুনের দাপট।  মোহনবাগানের ছবি ঝলমলিয়ে ওঠে টাইমস স্কোয়ারে। এরপর ৫ অগাস্ট  অযোধ্যার শিলান্যাসের দিনও টাইমস স্ক্যোয়ারের বিলবোর্ডে ভেসে ওঠে রাম ও রামমন্দিরের ছবি।