নারকেল গাছে বসে ডাবের জল খাচ্ছে তোতাপাখি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Aug 2020 02:45 PM (IST)
নারকেল গাছে পাতার আড়ালে বসে ডাবের জল খাচ্ছে সুন্দর একটি তোতাপাখি। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল।
নয়াদিল্লি: নারকেল গাছে পাতার আড়ালে বসে ডাবের জল খাচ্ছে সুন্দর একটি তোতাপাখি। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে ঠোঁট দিয়ে নারকেল গাছ থেকে ছোট্ট একটা ডাব ছিঁড়ে তীক্ষ্ণ ঠোঁট দিয়ে ছিদ্র করে জল খেতে দেখা গিয়েছে একটি তোতাপাখিকে। এভাবে তোতাপাখির তৃষ্ণা মেটানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে নন্দা লিখেছেন, ডাবের জল খেতে কে না ভালোবাসে? ট্যুইটে ডাবের জল পানের উপকারিতা ব্যাখ্যাও করেছেন নন্দা। তিনি লিখেছেন, ডাবের জলকে খাদ্য পরিপাকের সহায়ক বলা হয়ে থাকে। খাবার পর পেট ফাঁপার সমস্যা প্রতিরোধ করে। ডাবের জল শরীরে ইলেকট্রলাইট ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে। এরফলে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তোতাপাখির এই ডাবের জল খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েক হাজার ভিউ হয়েছে। নেটিজেনরা এই ভিডিও সম্পর্কে তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।