Independence Day 2021 Live: বড়সড় সংস্কারের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার, বললেন মোদি

75th Independence Day 2021 Celebration Live Updates:আজ ৭৫তম স্বাধীনতা দিবস। করোনা আবহে কড়া নিরাপত্তার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Aug 2021 10:36 AM

প্রেক্ষাপট

নয়াদিল্লি:  আজ ৭৫তম স্বাধীনতা দিবস। করোনা আবহে কড়া নিরাপত্তার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি। সকাল ৭টায় রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এরপর লালকেল্লায় পতাকা উত্তোলন করবেন তিনি। প্রধানমন্ত্রীকে...More

Independence Day 2021 Live: এবার থেকে সৈনিক স্কুলের দরজা খুলল সব মেয়েদের জন্য, লালকেল্লার ভাষণে ঘোষণা প্রধানমন্ত্রীর

এতদিন সৈনিক স্কুলে পড়তে পারতেন সেনাকর্মীদের মেয়েরাই। এবার থেকে সৈনিক স্কুলের দরজা খুলল সব মেয়েদের জন্য। লালকেল্লার ভাষণে ঘোষণা প্রধানমন্ত্রীর।