নয়াদিল্লি: ভারত-চিন সম্পর্ক গভীর সঙ্কটে। এমনই মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা বদল করার বিষয়টি একেবারেই গ্রহণযোগ্য নয়। চিন যদি সীমান্ত বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকে, একমাত্র তাহলেই স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে।
অল ইন্ডিয়া রেডিওতে সর্দার পটেল স্মারক বক্তৃতায় বিদেশমন্ত্রী বলেন, ‘স্বাভাবিক অবস্থা ফেরাতে দু’দেশের মধ্যে হওয়া চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা বদল করার যে কোনওরকম চেষ্টাই মেনে নেওয়া যায় না। তিন দশক ধরে ভারত-চিনের সীমান্ত বিষয়ক চুক্তি নিয়ে কোনওরকম সমস্যা হয়নি। সীমান্তে শান্তি বজায় ছিল। কিন্তু অতিমারী ছড়িয়ে পড়ার সময় থেকেই ভারত-চিন সম্পর্কে গভীর সঙ্কট তৈরি হয়েছে।’
বিদেশমন্ত্রী আরও বলেছেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্তে পরিকাঠামোর উন্নতিতে জোর দেওয়া হচ্ছে। গত ৬ বছর ধরেই জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাশিয়া, জাপান ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হয়েছে। আর্থিক ও প্রযুক্তি বিষয়ক চুক্তি এই সম্পর্কের ভিত্তিকে শক্তিশালী করে তুলেছে। ইউরোপের দেশগুলির সঙ্গেও ভারতের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে।’
পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ভারত-চিন কূটনৈতিক ও সামরিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে বাণিজ্যিক সম্পর্কেও। দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। শতাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। উহান থেকে বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে আন্তর্জাতিক মহলে কোণঠাসা চিন। এই পরিস্থিতিতে কঠোর অবস্থান নিচ্ছে ভারত। জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনওরকম আপস করা হবে না বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।
ভারত-চিন সম্পর্ক গভীর সঙ্কটে, মন্তব্য বিদেশমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Nov 2020 01:50 PM (IST)
চিন যদি সীমান্ত বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকে, একমাত্র তাহলেই স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে, মন্তব্য বিদেশমন্ত্রীর।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -