নয়াদিল্লি: ১৯৯১ সালে দেশে উদারীকরণ প্রক্রিয়া শুরুর পর ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার সবচেয়ে বেশি হয়েছিল ২০০৬-২০০৭ বছরে তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জমানায়। সরকারি পরিসংখ্যানে প্রকাশ, ওই হার ছিল ১০.০৮ শতাংশ। দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে বেশি আর্থিক বৃদ্ধির হার ছিল ১০.২০ শতাংশ। ১৯৮৮-৮৯ আর্থিক বর্ষে প্রয়াত রাজীব গাঁধী প্রধানমন্ত্রী থাকাকালে এই হার অর্জিত হয়েছিল।

জিডিপি সংক্রান্ত ফেলে আসা বছরগুলির তথ্য পরিসংখ্যান সংগ্রহ করেছে রিয়েল  সেক্টর স্ট্যাটিসটিক্স সংক্রান্ত কমিটি। জাতীয় পরিসংখ্যান কমিশনের তৈরি এই কমিটির রিপোর্ট প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের ওয়েবসাইটে। ২০১১-১২র দামের ভিত্তিতে নতুন সিরিজ ও ২০০৪-০৫ এর পুরানো সিরিজের বৃদ্ধির হারের তুলনা রয়েছে রিপোর্টে। ন্যাশনাল স্ট্যাটিসটিক্স কমিশন এইসব যাবতীয় তথ্য, পরিসংখ্যান সংগ্রহ, শ্রেণিবিন্যাস ও আলোচনার প্রক্রিয়া, পদ্ধতি জোরদার করতে যথাযথ পদক্ষেপের সুপারিশ করার জন্যই এই কমিটি গঠন করেছিল।

২০০৪-০৫ এর হিসাবে জিডিপি সম্প্রসারণের হার ২০০৬-০৭ এ ছিল ৯.৫৭ শতাংশ। নতুন সিরিজে (২০১১-১২) বৃদ্ধির সংশোধিত হার দাঁড়ায় ১০.০৮ শতাংশ।

প্রয়াত পিভি নরসিমা রাও সরকারের ১৯৯১ সালে ভারতে  আর্থিক উদারীকরণ কর্মসূচি সূচনার পর এটাই সর্বোচ্চ বৃদ্ধির হার।

কংগ্রেস এই পরিসংখ্যানকে হাতিয়ার করে ট্যুইট করেছে, আগের বছরগুলির জিডিপি তথ্য অবশেষে প্রকাশিত। প্রমাণিত হল, দুটি ইউপিএ জমানা অর্থনীতিতে (১০ বছরে গড় ৮.১ শতাংশ) টেক্কা দিয়েছে মোদীর শাসনকে (গড় ৭.৩ শতাংশ)। আধুনিক ভারতের ইতিহাসে দুই অঙ্কের বার্ষিক বৃদ্ধির একমাত্র নজিরও দেখিয়েছে ইউপিএ।

রিপোর্ট অনুসারে পরের বছরগুলির সংশোধিত জিডিপি সংখ্যাও ঊর্ধ্বমুখী হয়েছে।