তিন তালাক প্রথার সুযোগে মুসলিম পুরুষরা নিজেদের মর্জিমাফিক স্ত্রীকে পরিত্যাগ করে অসহায় অবস্থায় ফেলে দেয় বলে অভিযোগ।
গত বছর এক ঐতিহাসিক রায়ে তিন তালাকের মাধ্যমে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার রীতিকে বেআইনি, অসার, অসাংবিধানিক বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। পরে কেন্দ্র তিন তালাককে অপরাধ ঘোষণা করতে একটি বিল আনে যা লোকসভায় পাশ হয়েছে, কিন্তু তার একটি সংশোধিত সংস্করণ এখনও রাজ্যসভায় ওঠেনি।
আব্বাসকে লেখা চিঠিতে সাজিয়া বলেছে, কারও কথা, পরামর্শ শুনে নয়, তোমায় নিজের ইচ্ছেয় ডিভোর্স দিচ্ছি। তোমার ঘর ছেড়ে যাচ্ছি কারণ বিয়ের পর থেকেই তুমি আমার ওপর অত্যাচার চালিয়েছ। মাতাল হয়ে আমায় মেরেছ। তাই আমি তোমায় তালাক দিলাম।