নয়াদিল্লি: দেশে অনেকটাই কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ২৯,৬৮৯। গত ১৩২ দিনে এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কম। সোমবারের তুলনায় এই সংখ্যা প্রায় ১০ হাজার কম। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৪১৫। দেশে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ১০০। একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪২,৩৬৩।


স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে তিন কোটি ১৪ লক্ষ ৪০ হাজার ৯৫১। মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ২১ হাজার ৩৮২। সংক্রমণ সারিয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৬ লক্ষ ২১ হাজার ৪৬৯।


সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪১৬ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৩৬১।  উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ভারতে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৪০ হাজারের আশেপাশে ছিল।  সোমবার মিলিয়ে গত চারদিন দৈনিক আক্রান্তর সংখ্যা ৪০ হাজারের কম ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তর সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৪২ জন। করোনায় দৈনিক মৃতের সংখ্যা ছিল ৫৩৫।গত শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩৯ হাজার ৯৭। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৩৫ হাজার ৩৪২। মঙ্গলবারের পরিসংখ্যানে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৩০ হাজারের কম।


স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনা টিকাকরণের সংখ্যা ৪৪ কোটি পেরিয়ে গিয়েছে। গতকাল ৫৭ লক্ষের বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সারা দেশে ৪৪ কোটি ৫৭ হাজার ১০৩ টিকার ডোজ দেওয়া হয়েছে।


আইসিএমআরের তথ্য অনুযায়ী, দেশে গতকাল ১৭ লক্ষ ২০ হাজার ১১০ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৪৫ কোটি ৯১ লক্ষ ৬৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।