নয়াদিল্লি: দেশে মারণ করোনাভাইরাসের দাপট ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ২০ হাজার ৭৯৯। করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃতের সংখ্যা ১৮০। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২৬ হাজার ৭১৮। সবমিলিয়ে দেশে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ২ লক্ষ ৬৪ হাজার ৪৫৮। পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ১০ হাজার ৩৪৮। করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৯৯৭। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ২১ হাজার ২৪৭।


দেশে করোনা টিকাকরণ ৯০ কোটির বেশি


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে করোনা টিকাকরণের সংখ্যা ৯০ কোটি ছাড়িয়ে গিয়েছে। গতকাল ২৩ লক্ষ ৪৬ হাজার ১৭৬ জনকে টিকা দেওয়া হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে ৯০ কোটি ৭৯ লক্ষ ৩২ হাজার ৮৬১ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।


কেরলে নতুন করে আক্রান্তর সংখ্যা ১২,২৯৭, মৃত ৭৪


উল্লেখ্য, দেশের বাকি রাজ্যগুলির তুলনায় কেরলে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ১২ হাজার ২৯৭। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭৪। সবমিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ৩৭৭। মোট আক্রান্তর সংখ্যা ৪৭ লক্ষ ২০ হাজার ২৩৩। রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ০৪৩।


কেরলে আজ থেকে খুলছে কলেজ


করোনা অতিমারীর কারণে গত দেড় বছর বন্ধ থাকার পর সোমবার শর্তসাপেক্ষে কেরলে খুলছে কলেজ ও অন্যান্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছিলেন যে, শেষ বর্ষের সমস্ত ছাত্র সহ শিক্ষক ও কর্মচারীদের কমপক্ষে প্রথম ডোজের টিকাকরণ হলে তবেই কলেজ খোলার অনুমতি দেওয়া হবে।