নয়াদিল্লি: গত ৪৪ দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সবচেয়ে কম। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩,৬৬০।  গত একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২ লক্ষ ৫৯ হাজার ৪৫৯ । দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২,৭৫,৫৫,৪৫৭। মোট সুস্থ ২,৪৮,৯৩,৪১০। করোনা আক্রান্ত হয়ে  মোট মৃত্যু ৩,১৮,৮৯৫। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৩,৪৩,১৫২।


এর আগে গত বুধবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ২,১১,২৯৮। মৃতের সংখ্যা ছিল ৩,৮৪৭।


২৭ মে পর্যন্ত ২০ কোটি ৫৭ লক্ষ ৬৬০ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত দিনে ২৯ লক্ষ ১৯ হাজার ৬৯৯ টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৩৩ কোটি ৯০ লক্ষের বেশি করোনা টেস্ট করা হয়েছে। গত একদিনে ২০.৭০ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজিটিভিটি রেট ৮ শতাংশ।সাপ্তাহিক পজিটিভিটির হার বর্তমানে ১০.৪২ শতাংশ। দৈনিক পজিটিভিটি হার ৯ শতাংশ। গত পরপর চারদিনের ১০ শতাংশের তুলনায় তা কমেছে।


বৃহস্পতিবার মহারাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫,৬৭২,১৮০। বৃহস্পতিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ২১,২৭৩। মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের জারি করা বুলেটিনে এই তথ্য জানা গেছে। দৈনিক মৃতের সংখ্যা ৪২৫। সবমিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯২,২২৫। এই নিয়ে পরপর আটদিন মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তর সংখ্যা ৩০ হাজারের নিচে রয়েছে। গত ১৯ মে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৩৪,০৩১। মৃতের সংখ্যা ছিল ৫৯৪।


দেশে করোনায় মৃত্যুর হার ১.১৫ শতাংশ। সুস্থ হয়ে ওঠার হার ৯০ শতাংশের বেশি। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৯ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের নিরিখে ভারতের স্থান বিশ্বে এখন দ্বিতীয়। মোট আক্রান্তের সংখ্যাতেও ভারত বিশ্বে দ্বিতীয়। আমেরিকা ও ব্রাজিলের পর ভারতেই করোনায় সবচেয়ে বেশি আক্রান্তর মৃত্যু হয়েছে।