আজ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী ট্যুইট করে জানিয়েছেন, ‘আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও ভুটানের সঙ্গে এয়ার বাবলের প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর অন্য দেশগুলির সঙ্গেও এই চুক্তির প্রস্তাব বিবেচনা করব আমরা। বিদেশে আটকে থাকা সব নাগরিককে দেশে ফেরানোই আমাদের লক্ষ্য। কোনও ভারতীয়কেই বিদেশে আটকে থাকতে হবে না।’
হরদীপ আরও জানিয়েছেন, বন্দে ভারত মিশনের মাধ্যমে আরও অনেকগুলি দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও মলদ্বীপের সঙ্গে ভারতের বিমান যোগাযোগ ইতিমধ্যেই চালু হয়েছে। আরও ১৩টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ চালু করার চেষ্টা চলছে। এই দেশগুলি হল ইতালি, জাপান, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, বাহরিন, ইজরায়েল, কেনিয়া, ফিলিপিন্স, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও তাইল্যান্ড।
শনিবার থেকে কানাডার সঙ্গে ভারতের ‘এয়ার বাবল’ কার্যকর হয়েছে। এবার অন্য দেশগুলির সঙ্গেও এই চুক্তি করতে চলেছে ভারত।