শ্রীহরিকোটা: ২০১৯ সালের মহাকাশ অভিযানের শুরুটা ভালভাবেই সারল ভারত। একটি সামরিক উপগ্রহ ও ছাত্রদের তৈরি একটি মাইক্রো স্যাটেলাইট বয়ে নিয়ে মহাকাশের পথে সফলভাবে পাড়ি দিল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি-সি৪৪ রকেট।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর তরফে জানানো হয়েছে, গতকাল রাত ১১টা ৩৭ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার (এসডিএসসি) থেকে ৪৪-মিটার দৈর্ঘ্যের ওই রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
উৎক্ষেপণের সাড়ে ১৩ মিনিটের মাথায় ৭৪০ কিলোগ্রাম ওজনের সামরিক স্যাটেলাইট ‘মাইক্রোস্যাট আর’-কে ভূপৃষ্ঠ থেকে ২৭৪ কিলোমিটার উচ্চতায় সৌর সমলয় কক্ষপথে প্রতিস্থাপন করা হয়।
এছাড়াও, কাঠের চেয়ারের চেয়েও হালকা ছাত্রদের তৈরি একটি উপগ্রহ নিয়েও গতকাল রওনা হয় পিএসএলভি-সি-৪৪। উৎক্ষেপণের প্রায় পৌনে ২ ঘণ্টা নাগাদ ভূপৃষ্ঠ থেকে ৪৫০ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে সেটিকে প্রতিস্থাপন করা হয়।
ইসরোর তরফে জানানো হয়েছে, বেসরকারি সংস্থার ছাত্রদের তৈরি এই উপগ্রহ নির্ধারিত উচ্চতায় প্রতিস্থাপন করতে এই প্রথমবার পিএসএলভি-র চতুর্থ স্টেজ ‘পিএস ৪’ ব্যবহার করা হয়েছে। মাত্র দেড় কিলোগ্রাম ওজনের ‘কালামস্যাট’ উপগ্রহটি প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নামে নামকরণ করা হয়েছে।
জানা গিয়েছে, কালামস্যাট তৈরি করতে মোট খরচ হয়েছে ১২ লক্ষ টাকা। গোটা অর্থের জোগান দিয়েছে কলেজ পড়ুয়ারা এবং চেন্নাইয়ের একটি বেসরকারি সংগঠন স্পেস-কিডজ ইন্ডিয়া।
সংস্থার সিইও শ্রীমতী কেসন জানান, গত ৬ বছর ধরে পড়ুয়ারা এই উপগ্রহ তৈরি করে চলেছে। সবচেয়ে কম বয়স্ক পড়ুয়া পদার্থবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে পড়ছে।
ন্যানো বা অতি-ক্ষুদ্র উপগ্রহগুলির যোগাযোগ স্থাপনের প্রক্রিয়া নিয়ে গবেষণা চালাতেই এই উপগ্রহটি মূলত উৎক্ষেপণ করা হয়েছে। ইসরোর দাবি, এধরনের উপগ্রহ ভবিষ্যতে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।