নয়াদিল্লি: ভাবনার স্বাধীনতার অঙ্গ হিসেবে সোশ্যাল মিডিয়াগুলিকে ভারতে ব্যবসার সুযোগ দেওয়া হলেও, নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা বরদাস্ত করবে না সরকার। সোমবার এমনই জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ভারত বৃহৎ, ডিজিট্যাল ও বাণিজ্যিক সুযোগ দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাবনার স্বাধীনতাকে ভারত সমাদর করে, মান্যতা দেয় এবং শ্রদ্ধা করে। কিন্তু ভারতীয়দের তথ্যের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।’

তথ্যপ্রযুক্তি মন্ত্রী আরও বলেছেন, ‘ভারতে বহু মানুষ ফেসবুক ও ট্যুইটার ব্যবহার করেন। অতীতের ঘটনার কথা মাথায় রেখে ফেসবুক, কেমব্রিজ অ্যানালিটিকার মতো সংস্থাগুলির ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র। যে কোনও ধরনের তথ্যের সাম্রাজ্যবাদ মানা হবে না। আমরা সমতায় বিশ্বাস করি। নির্বাচন কমিশন বিষয়টি জানে। নির্বাচনে প্রভাব খাটানোর জন্য ভারতীয়দের তথ্যের অপব্যবহার করতে দেওয়া হবে না। তথ্য যাতে সুরক্ষিত থাকে, তার জন্য রাজ্য সরকারগুলি এবং বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আলোচনা করে আইন আনা হচ্ছে। সারা বিশ্ব ভারতের এই আইনের অপেক্ষায় আছে।’