রেলের পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগ নতুন নয়। ট্রেন দেরিতে চলা, নিম্নমানের খাবার পরিবেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে। সে কথা মাথায় রেখেই নয়া পোর্টাল চালু করা হল বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি আরও বলেছেন, ‘মানুষের প্রয়োজন ও আকাঙ্খা পূরণ করার বিষয়ে আমরা দায়বদ্ধ। এই ওয়েবসাইটের ফলে আমাদের ডিজিট্যাল রেলওয়ে তৈরির স্বপ্ন পূরণ হতে চলেছে। সব তথ্য প্রকাশ্যে এনে স্বচ্ছতায় জোর দেওয়া হচ্ছে।’
চালু নয়া পোর্টাল, ট্রেনের খাবার কীভাবে রান্না এবং প্যাকেটজাত করা হচ্ছে অনলাইনে দেখতে পাবেন যাত্রীরা
Web Desk, ABP Ananda
Updated at:
25 Feb 2019 07:41 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
নয়াদিল্লি: রেলের রান্নাঘরে কীভাবে খাবার রান্না করা হচ্ছে এবং সেগুলি প্যাকেটজাত করা হচ্ছে, সেটা এবার অনলাইনে সরাসরি দেখতে পাবেন ট্রেনের যাত্রীরা। আজ এই পরিষেবা বিষয়ক একটি ওয়েবসাইটের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। তিনি রেলভবনে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘রেল দৃষ্টি ড্যাশবোর্ড নামে এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন ট্রেন, স্টেশন, টিকিট বিক্রির বিষয়ে তথ্য পাওয়া যাবে। একইসঙ্গে সরাসরি সারা দেশে আইআরসিটিসি-র রান্নাঘরের ভিডিও দেখা যাবে।’
রেলের পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগ নতুন নয়। ট্রেন দেরিতে চলা, নিম্নমানের খাবার পরিবেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে। সে কথা মাথায় রেখেই নয়া পোর্টাল চালু করা হল বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি আরও বলেছেন, ‘মানুষের প্রয়োজন ও আকাঙ্খা পূরণ করার বিষয়ে আমরা দায়বদ্ধ। এই ওয়েবসাইটের ফলে আমাদের ডিজিট্যাল রেলওয়ে তৈরির স্বপ্ন পূরণ হতে চলেছে। সব তথ্য প্রকাশ্যে এনে স্বচ্ছতায় জোর দেওয়া হচ্ছে।’
রেলের পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগ নতুন নয়। ট্রেন দেরিতে চলা, নিম্নমানের খাবার পরিবেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে। সে কথা মাথায় রেখেই নয়া পোর্টাল চালু করা হল বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি আরও বলেছেন, ‘মানুষের প্রয়োজন ও আকাঙ্খা পূরণ করার বিষয়ে আমরা দায়বদ্ধ। এই ওয়েবসাইটের ফলে আমাদের ডিজিট্যাল রেলওয়ে তৈরির স্বপ্ন পূরণ হতে চলেছে। সব তথ্য প্রকাশ্যে এনে স্বচ্ছতায় জোর দেওয়া হচ্ছে।’
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -