এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘ওই অঞ্চলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, সেনাবাহিনী ও সিআরপিএফ। ওই অঞ্চল ঘিরে ফেলে শুরু হয় জঙ্গিদের খোঁজে তল্লাশি। সেই সময় জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরা। গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।’
এর আগে গত শনিবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার আমশিপোরা অঞ্চলে তিন জঙ্গিকে নিকেশ করেন নিরাপত্তারক্ষীরা। সাতদিনের মধ্যেই জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ফের সাফল্য এল।