নয়াদিল্লি: প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে একধাক্কায় ৩০ টাকা করে দিল ভারতীয় রেল। এছাড়া স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের টিকিটের দামও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন যে দূরত্বে যাতায়াতের জন্য ১০ টাকার টিকিট কাটলেই চলত, এখন থেকে সেই টিকিটের দাম বেড়ে হচ্ছে ৩০ টাকা। ফলে যাত্রীদের অনেক বেশি টাকা খরচ করতে হবে।
গত মাসেই রেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের টিকিটের দাম বাড়ানো হবে। করোনা আবহে সাধারণ মানুষ যাতে বিশেষ প্রয়োজন ছাড়া ট্রেনে না চড়েন, সেটা নিশ্চিত করার লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে যুক্তি দেয় রেল। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্ল্যাটফর্ম টিকিট ও স্বল্প দূরত্বের যাত্রার টিকিটের দাম বাড়ানো হল।
গত বছর লকডাউনের সময় বন্ধ হয়ে যায় ট্রেন। তারপর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। এরপর আনলক পর্বে সাধারণ যাত্রীদের জন্য ট্রেন চালু হয়। এখনও স্পেশাল ট্রেনই চালানো হচ্ছে। আগের মতো সব ট্রেন এখনও চালু হয়নি। এরই মধ্যে বাড়ানো হল ভাড়া।
এর আগে এ বছরের ১ জানুয়ারি থেকে শহরতলির ট্রেনগুলি ছাড়া বাকি সব ট্রেনের ভাড়াই বাড়ানো হয়। সাধারণ নন-এসি ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা করে বাড়ানো হয়। মেল ও এক্সপ্রেসের ক্ষেত্রে নন-এসিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে এবং এসিতে প্রতি কিলোমিটারে ৪ পয়সা করে ভাড়া বাড়ানো হয়। রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের ভাড়াও বাড়ানো হয়।
এর আগে ২০১৪-১৫ সালে সব ধরনের ট্রেনের ভাড়া ১৪.২ শতাংশ করে বাড়ানো হয়। ফ্রেট চার্জও ৬.৫ শতাংশ বাড়ানো হয়। তারপর ফ্লেক্সি ফেয়ার নীতি চালু করে রেল। এর ফলে রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো কয়েকটি নির্বাচিত ট্রেনের ভাড়া বেড়ে যায়। বন্দে ভারত এক্সপ্রেস, তেজস এক্সপ্রেসের মতো ট্রেনগুলির ভাড়া এমনিতেই বেশি।