নয়াদিল্লি: ভারতীয় রেলে উল্লেখযোগ্য একটি বদলের কথা ঘোষণা করা হল শুক্রবার। এখন থেকে আর ট্রেনে ‘গার্ড’ পদটি থাকছে না। তার বদলে ‘ট্রেন ম্যানেজার’ হিসেবে উল্লেখ করা হবে। অবিলম্বে এই ব্যবস্থা চালু হচ্ছে। 


রেলমন্ত্রকের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘এতদিন যাঁদ্র গার্ড হিসেবে উল্লেখ করা হত, তাঁদের যে দায়িত্ব পালন করতে হয়, তাতে গার্ডের বদলে ট্রেন ম্যানেজার বলাই ভাল। এর ফলে তাঁদের মনোবলও বাড়বে।’


ভারতীয় রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বেশ কিছুদিন ধরেই ট্রেন গার্ড পদের নাম বদলে ট্রেন ম্যানেজার করার দাবি উঠছিল। অবশেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হল। ট্রেন গার্ড পদটি এখন সমাজে অচল হয়ে গিয়েছে। সাধারণ মানুষের মনে হয়, ট্রেন গার্ড কোনও সাধারণ বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর মতোই। কিন্তু আসলে যে সেটা নয়, তা বোঝানোর জন্যই এই বদল প্রয়োজনীয় ছিল। সে কথা ভেবেই নতুন নামকরণ করা হল। ট্রেন গার্ড কার্যত গোটা ট্রেনের দায়িত্বে থাকেন। তাই ট্রেন গার্ডের বদলে তাঁদের ট্রেন ম্যানেজার বলাই উচিত। এর ফলে তাঁদের সম্মান বাড়বে। সমাজে তাঁরা সম্মান নিয়ে থাকতে পারবেন।’


‘গার্ড’-এর বদলে ‘ট্রেন ম্যানেজার’ নাম হলেও, এই পদে যাঁরা আছেন, তাঁদের বেতন কাঠামোয় কোনও বদল আসছে না। তাঁরা এতদিন ধরে যে দায়িত্ব পালন করে আসছিলেন, ভবিষ্যতেও সেই কাজই করে যাবেন। শুধু নামটাই বদলাচ্ছে, বাকি সব একই থাকছে। পদাধিকার, দায়িত্ব, কর্তব্য, পদোন্নতি সংক্রান্ত কোনও কিছুতেই বদল আসছে না।


রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে ট্রেনের ‘অ্যাসিস্ট্যান্ট গার্ড’-কে বলা হবে ‘অ্যাসিস্ট্যান্ট প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার’। মালগাড়ির গার্ডকে বলা হবে ‘গুডস ট্রেন ম্যানেজার’। ‘সিনিয়র গুডস গার্ড’-এর নতুন নাম হচ্ছে ‘সিনিয়র গুডস ট্রেন ম্যানেজার’ এবং ‘সিনিয়র প্যাসেঞ্জার গার্ড’-কে বলা হবে ‘সিনিয়র প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার’।