মুম্বই: আইআইটি-গুলির ভূমিকার প্রশংসা করে উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও মন্তব্য করেছেন, উদ্ভাবন করতে না পারলে একটি সমাজ স্থবির হয়ে যায়।


শহিদ ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের দেশের জন্য প্রাণ দেওয়ার সৌভাগ্য হয়নি। তবে আমরা স্বাধীন ভারতের জন্য বেঁচে থাকতে পারি। নতুন ভারত গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে পারি।’

আইআইটি-বম্বের ৫৬-তম সমাবর্তনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘যে সমাজ উদ্ভাবন করতে পারে না, সেটি স্থবির হয়ে যায়। ভারতকে উদ্ভাবনের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য করে তুলতে হবে। মানবতার জন্য ভারতে উদ্ভাবন করতে হবে। এর জন্য শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়। সরকারি দফতর ও আলঙ্কারিক দফতরগুলি থেকে নয়, ক্যাম্পাসগুলিতে তরুণ মস্তিষ্ক থেকেই নতুন ভাবনা আসে। প্রতি বছর সাত লক্ষ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া পাশ করে। তাঁরা যাতে ভাল মানের শিক্ষা পান এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন, সেটা নিশ্চিত করতে হবে।’

আইআইটি-গুলির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আইআইটি-গুলি নিয়ে দেশ গর্বিত। এখান থেকে স্নাতক হওয়া ব্যক্তিরা যা অর্জন করেছেন, সেটাও গর্বের বিষয়। আইআইটি-গুলির সাফল্যের জন্যই সারা দেশে ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছে। এর ফলে প্রযুক্তিগত মানবসম্পদের ক্ষেত্রে ভারত বিশ্বের বৃহত্তম দেশ হয়ে উঠেছে। উদ্ভাবনী ও নতুন প্রযুক্তি বিশ্বের উন্নতির কক্ষপথ ঠিক করে দেবে। আমাদের আইআইটি-গুলি নতুন ভারতের নতুন প্রযুক্তির জন্য কাজ করছে।’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘অটল ইনোভেশন মিশন ও স্টার্টআপ ইন্ডিয়ার ফলে ভারত বাণিজ্যিক প্রচারের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাস্তুতন্ত্র হয়ে উঠেছে। ব্যবসা শুরু করার কেন্দ্র হয়ে উঠেছে ভারত। উদ্ভাবনের ক্ষেত্রে আমরা এগিয়ে চলেছি।’