আজ মেয়ো রোডে বিজেপি সভাপতি অমিত শাহের জনসভা
ABP Ananda, Web Desk | 11 Aug 2018 08:42 AM (IST)
কলকাতা: আজ মেয়ো রোডে জনসভা করবেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিজেপি রাজ্য নেতৃত্ব মনে করছে, আগামী লোকসভা ভোটের প্রচারের সূত্রপাত আজই করবেন দলের সর্বভারতীয় সভাপতি। সভা উপলক্ষ্যে গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসছেন বিজেপি সমর্থকরা। তাঁদের জন্য কলকাতা, হাওড়ার বিভিন্ন অতিথিশালায় থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। সকাল ৯টা নাগাদ হাওড়া ও শিয়ালদা থেকে মেয়ো রোডে অমিত শাহের সভাস্থলের উদ্দেশে রওনা দেবে ২টি মিছিল। আবার মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতর থেকেও একটি মিছিল যাবে মেয়ো রোডে।