গুয়াহাটি: অসমে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। কিন্তু তারপরেও বহু অবৈধ ব্যক্তির নাম তালিকায় থেকে গিয়েছে বলে অভিযোগ বিজেপি-র। এই তালিকা খতিয়ে দেখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিভিন্ন সংগঠন। এরপরেই অসমের নতুন এনআরসি কোঅর্ডিনেটর হীরেশ দেবশর্মা ৩৩টি জেলার ডেপুটি কমিশনারদের এক নির্দেশিকা পাঠিয়ে বলেছেন, নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় যে অবৈধ ব্যক্তিদের নাম যুক্ত করা হয়েছে, তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হবে।


অসম এনআরসি-র এক কর্তা জানিয়েছেন, ‘এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরেও অবৈধ কোনও ব্যক্তির নাম রয়ে গিয়েছে কি না, সেটা খতিয়ে দেখার জন্যই এই প্রক্রিয়া শুরু হয়েছে।’ অপর এক কর্তা জানিয়েছেন, ‘গত বছরের অগাস্টে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশ করার আগেও যাতে কোনও অবৈধ ব্যক্তির নাম না থাকে সেটা খতিয়ে দেখা হয়েছিল। এবার সন্দেহজনক ভোটার, ঘোষিত বিদেশি এবং ফরেনার্স ট্রাইব্যুনালে যাঁদের মামলা চলছে, সেসব ব্যক্তিদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।’

কয়েকদিন আগেই ওয়েবসাইট থেকে উধাও হয়ে যায় এনআরসি-র চূড়ান্ত তালিকা। তবে ফের অনলাইনে দেখা যাচ্ছে এই তালিকা। এরই মধ্যে ফের এই তালিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।