নয়াদিল্লি: করোনা সংক্রমণ (COVID-19) কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উড়ান (International flights) সংক্রান্ত বিধিতে রদবদল আনল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India)। আজ জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে আন্তর্জাতিক উড়ানে শারীরিক দূরত্ববিধি বজায় রাখার জন্য তিনটি আসন ফাঁকা রাখার প্রয়োজন নেই।
এয়ারপোর্টস অথরিটি সূত্রে খবর, করোনা সংক্রমণ কমে যাওয়া এবং সফলভাবে টিকাকরণের জন্যই আন্তর্জাতিক উড়ানে বিধি বদল করা হল। দূরত্ববিধি সংক্রান্ত নিয়মে বদল আনার পাশাপাশি ক্রু মেম্বারদের পিপিই কিট পরা সংক্রান্ত নিয়মও বদল করা হয়েছে। এখন থেকে ক্রু মেম্বারদের পিপিই কিট (PPE Kit) পরা আর বাধ্যতামূলক নয়।
এয়ারপোর্টস অথরিটির পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘করোনা সংক্রান্ত সংশোধিত বিধি অনুযায়ী, আন্তর্জাতিক উড়ানে তিনটি আসন ফাঁকা রাখা আর বাধ্যতামূলক নয়। এছাড়া ক্রু মেম্বারদের সম্পূর্ণ পিপিই কিট পরাও আর বাধ্যতামূলক নয়।’
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকেও জানানো হয়েছে, কাল থেকে আন্তর্জাতিক উড়ান সংক্রান্ত বিধিতে বদল আনা হচ্ছে। এ বিষয়ে ট্যুইট করে এয়ারপোর্টস অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘করোনাভাইরাস সংক্রমণ কমে যাওয়া এবং সফলভাবে টিকাকরণ হওয়ার পরিপ্রেক্ষিতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ২৭ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ান চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এতদিন করোনা সংক্রান্ত যে বিধি ছিল, তাতে বদল আনা হয়েছে।’
এয়ারপোর্টস অথরিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘বিমানবন্দর ও বিমানের মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলকই থাকছে। এক্ষেত্রে কোনও নতুন বিধি জারি করা হচ্ছে না।’
করোনা আবহে ২০২০ সালের ২৩ মার্চ থেকে বন্ধ হয়ে যায় নিয়মিত আন্তর্জাতিক উড়ান। ২০২০ সালের জুলাই থেকে ৪৫টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তির মাধ্যমে বিশেষ আন্তর্জাতিক উড়ানের ব্যবস্থা করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তবে এবার চালু হচ্ছে নিয়মিত আন্তর্জাতিক উড়ান। এখন তারই প্রস্তুতিতে ব্যস্ত অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও এয়ারপোর্টস অথরিটি।