আইআরসিটিসি সূত্রে আরও জানা গিয়েছে, দিল্লি-লখনউ ও আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল রুটে তেজস এক্সপ্রেসের ভাড়া শতাব্দী এক্সপ্রেসের মতোই হবে। তবে এই দু’টি রুটে টিকিটের ক্ষেত্রে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। এমনকী, পাঁচ বছরের বেশি বয়সি প্রত্যেককেই পুরো ভাড়া দিতে হবে। এই ট্রেনগুলির যাত্রীদের ৫০ লক্ষ টাকার বেসরকারি বিমারও সুবিধা দেওয়া হবে। দিল্লি-লখনউ তেজস এক্সপ্রেসের যাত্রা শুরু হবে চলতি বছরের অক্টোবর থেকে। আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল তেজস এক্সপ্রেসের যাত্রা শুরু হবে নভেম্বর থেকে।
রেলের এক আধিকারিক জানিয়েছেন, গত বছর যে ট্রেনগুলির ৫০ শতাংশেরও বেশি আসন ফাঁকা ছিল, সেগুলির ভাড়া কমানো হতে পারে। প্রতিটি জোনের প্রিন্সিপ্যাল কমার্শিয়াল ম্যানেজারকে ভাড়া ঠিক করার দায়িত্ব দিয়েছে রেলমন্ত্রক।