দিল্লি-লখনউ, আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল তেজস এক্সপ্রেসের ভাড়া হচ্ছে উড়ানের অর্ধেক, ছাড় দেওয়া হতে পারে শতাব্দী, গতিমানেও
Web Desk, ABP Ananda | 27 Aug 2019 08:41 PM (IST)
রেলের এক আধিকারিক জানিয়েছেন, গত বছর যে ট্রেনগুলির ৫০ শতাংশেরও বেশি আসন ফাঁকা ছিল, সেগুলির ভাড়া কমানো হতে পারে।
নয়াদিল্লি: যাত্রীর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এবার তেজস এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেসের মতো দেশের প্রথমসারির ট্রেনগুলির ভাড়া কমানোর পথে হাঁটতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে ট্যুরিজম অ্যান্ড ক্যাটারিং কর্পোরেশন (আইআরসিটিসি)। সূত্রের খবর, দিল্লি-লখনউ ও আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল রুটে তেজস এক্সপ্রেসের ভাড়া কমিয়ে উড়ানের অর্ধেক করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। একইভাবে শতাব্দী ও গতিমান এক্সপ্রেসেরও ভাড়া ২৫ শতাংশ কমানো হতে পারে। আইআরসিটিসি সূত্রে আরও জানা গিয়েছে, দিল্লি-লখনউ ও আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল রুটে তেজস এক্সপ্রেসের ভাড়া শতাব্দী এক্সপ্রেসের মতোই হবে। তবে এই দু’টি রুটে টিকিটের ক্ষেত্রে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। এমনকী, পাঁচ বছরের বেশি বয়সি প্রত্যেককেই পুরো ভাড়া দিতে হবে। এই ট্রেনগুলির যাত্রীদের ৫০ লক্ষ টাকার বেসরকারি বিমারও সুবিধা দেওয়া হবে। দিল্লি-লখনউ তেজস এক্সপ্রেসের যাত্রা শুরু হবে চলতি বছরের অক্টোবর থেকে। আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল তেজস এক্সপ্রেসের যাত্রা শুরু হবে নভেম্বর থেকে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, গত বছর যে ট্রেনগুলির ৫০ শতাংশেরও বেশি আসন ফাঁকা ছিল, সেগুলির ভাড়া কমানো হতে পারে। প্রতিটি জোনের প্রিন্সিপ্যাল কমার্শিয়াল ম্যানেজারকে ভাড়া ঠিক করার দায়িত্ব দিয়েছে রেলমন্ত্রক।