নয়াদিল্লি: সাইবার নিরাপত্তার কারণে চিনের ৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে এই তালিকায় নেই জনপ্রিয় গেম পাবজি ও ফ্রি ফায়ার। কারণ, এই দু’টি অ্যাপের মালিকানা চিনা সংস্থার নয়। পাবজি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার একটি সংস্থা। পরে সেই সংস্থার সঙ্গে হাত মেলায় চিনের একটি সংস্থা। ফ্রি ফায়ার তৈরি করেছে সি লিমিটেড নামে একটি সংস্থা। এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও ফরেস্ট লি-র জন্ম চিনে হলেও, তিনি এখন সিঙ্গাপুরের বাসিন্দা। ফলে সংস্থাটিও সিঙ্গাপুরের। সেই কারণে নিষিদ্ধ অ্যাপের তালিকায় নেই ফ্রি ফায়ার।
পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘাতের পরেই অ্যাপ নিষিদ্ধ করার পথে হেঁটেছে কেন্দ্র। পাবজি ও ফ্রি ফায়ার নিষিদ্ধ হবে কি না, সেটা নিয়ে দেশজুড়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে শেষপর্যন্ত এই দু’টি অ্যাপ নিষিদ্ধ করা হয়নি। ‘সারভাইভাল গেম’ ফ্রি ফায়ার এখনও প্লেস্টেশন, পিসি, অ্যান্ড্রয়েড ও আইওএস-এ পাওয়া যাচ্ছে। বিশ্বজুড়ে এই গেম ডাউনলোডের সংখ্যা ৫০০ মিলিয়ন। গুগল প্লে স্টোর থেকে সহজেই গেমটি ডাউনলোড করতে পারছেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা। এই অ্যাপ ডাউনলোড করতে লাগছে ৪২ এমবি ডেটা। ব্যবহারকারীদের কাছে এই গেম অত্যন্ত আকর্ষণীয়।
ফ্রি ফায়ার কি চিনা অ্যাপ? কেন নিষিদ্ধ করল না কেন্দ্র?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jun 2020 10:38 PM (IST)
ফ্রি ফায়ার তৈরি করেছে সি লিমিটেড নামে একটি সংস্থা। এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও ফরেস্ট লি-র জন্ম চিনে হলেও, তিনি এখন সিঙ্গাপুরের বাসিন্দা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -