শ্রীহরিকোটা: সাফল্যের সঙ্গে ২টি বিদেশি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। রবিবার রাত ১০টা ৮ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে ব্রিটেনের নোভাসার ও এস১-৪ নামে দুটি আর্থ অবজারভেশন স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপন করে পিএসএলভি-সি৪২ রকেট।
ইসরো সূত্রে খবর, ফরেস্ট ম্যাপিং, ল্যান্ড ইউজ অ্যান্ড আইস কভার মনিটরিং, আর্বান ম্যানেজমেন্ট এবং ডিজাস্টার মনিটরিংয়ের কাজ করবে নোভাসার। অন্যদিকে, সম্পদ সমীক্ষা থেকে শুরু করে পরিবেশ নজরদারি, আর্বান ম্যানেজমেন্ট ও ডিজাস্টার মনিটরিংয়ের কাজে ব্যবহার করা হবে এস১-৪ উপগ্রহকে। মহাকাশে পাঠানো দুটি উপগ্রহের ওজনই ছিল প্রায় ৮৯০ কেজি।
ইসরো চেয়ারম্যান কে শিবন জানান, উৎক্ষেপণের ১৭ মিনিট ৪৫ সেকেন্ড পর দুটি উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে ৫৮৩ কিলোমিটার ওপরে নির্দিষ্ট সান-সিনক্রোনাস অরবিটে প্রতিস্থাপন করে পিএসএলভি-সি৪২। তিনি যোগ করেন, আগামী ৬ মাসে আরও ১০টি স্যাটেলাইট মিশন এবং ৮টি লঞ্চ ভেহিকল মিশন উৎক্ষেপণ করা হবে। অর্থাৎ, প্রতি ১৫ দিনে একটি করে উৎক্ষেপণ করা হবে।
এদিন ইসরোর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লেখেন, আমাদের মহাকাশ বিজ্ঞানীদের অভিনন্দন। ব্রিটেনের দুটি উপগ্রহকে সাফল্যের সঙ্গে মহাকাশের কক্ষপথে প্রতিস্থাপন করে তাঁরা প্রমাণ করেছেন যে, প্রতিযোগিতাপূর্ণ মহাকাশ ব্যবসায় ভারত ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে।