সিমলা: হিমাচল প্রদেশের কাংরায় ২ সহকর্মীকে গুলি চালিয়ে খুন করে আত্মঘাতী সেনা জওয়ান। ম্যাকলয়েডগঞ্জে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল দেবিন্দার আনন্দ বলেছেন, বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। কাংরার এক পুলিশ কর্তা বলেছেন, সোমবার ভোরে ১৮ শিখ রেজিমেন্টের এক সেনা জওয়ান হঠাত্ খেপে গিয়ে দুজন সহকর্মীকে গুলি করে হত্যা করে নিজেকেও মেরে ফেলেন। ধরমশালা ক্যান্টনমেন্টের ভিতরে রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটে।
একটি সূত্রের খবর, মারাত্মক কাণ্ডটি ঘটিয়েছেন সিপাই যশবীর সিংহ নামে এক জওয়ান। তিনি ইনসাস রাইফেল থেকে গুলি করেন হাবিলদার হরদীপ সিংহ ও নায়েক হরপাল সিংহকে। ওরা নিহত হলে নিজেও গুলি করে আত্মহত্যা করেন।
প্রায় দেড় বছর আগে সেনাবাহিনীতে যোগ দেওয়া যশবীর কেন এমন আচরণ করলেন, জানা যায়নি এখনও। হরদীপ ও হরপাল বাহিনীকে কর্মরত ছিলেন যথাক্রমে ২৩ ও ১৮ বছর। সামরিক বাহিনীর গোয়েন্দারা, কাংরা থানার পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
হিমাচলে ২ সহকর্মীকে গুলিতে হত্যা করে আত্মঘাতী সেনা জওয়ান
Web Desk, ABP Ananda
Updated at:
17 Sep 2018 12:49 PM (IST)
প্রতীকী ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -